চলে গেলেন কিংবদন্তি ফন্টেইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২১ পিএম, ০১ মার্চ ২০২৩
চলে গেলেন কিংবদন্তি ফন্টেইন

৮৯ বছর বয়সে মারা গেলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেইন। তার সাবেক ক্লাব রেমস মৃত্যর ঘোষণা দেন। ৬৫ বছর আগে বিশ্বকাপে তিনি যে নজির গড়েছিলেন তা এখনও কেউ ভাঙতে পারেননি।

১৯৫৮ বিশ্বকাপে ছয় ম্যাচে ১৩টি গোল করেছিলেন ফন্টেইন। এক বিশ্বকাপে এতগুলি গোল আর কারো নেই। ওই বিশ্বকাপেও প্রথমে তিনি দলে ছিলেন না। শেষ মুহূর্তে তাকে দলে নেয় ফ্রান্স। অথচ তিনিই হয়ে যান বিশ্বকাপের নায়ক। যে রেকর্ড এখনও অক্ষত।

ওই বিশ্বকাপের আগে তিনি সবার কাছে প্রায় অপরিচিত ছিলেন। বিশ্বকাপে গতি এবং দুর্দান্ত ফিনিশিংয়ের সাহায্যে প্রথম থেকেই নজর কেড়ে নেন তিনি। এমনকি তিনি বিশ্বকাপে একজনের ধার করা বুট দিয়েও খেলেন। তার দল ওঠে সেমিফাইনালে।

নিজের প্রথম বিশ্বকাপে ফন্টেইন রেকর্ড গোল করেও সোনার বুট পাননি। কারণ তখনও যে এই পুরস্কার চালু হয়নি। ওই বিশ্বকাপে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপও জিতে নেয়। ব্রাজিলের বিপক্ষেও তার একটি গোলও ছিল তার।

১৯৫৮ সুইডেন বিশ্বকাপে জার্মানীর বিপক্ষে চার গোল করেন ফন্টেইন। তার আগে এক বিশ্বকাপে ১১টি গোল করেছিলেন হাঙ্গেরির স্যান্ডর।


এদিকে বিশ্বকাপ জিততে না পারা কিংবদন্তিদের তালিকায় থাকা ফন্টেইন ক্লাব ক্যারিয়ারে ২৮৩ ম্যাচে গোল করেন ২৫৯টি।

এক সময়ে পিএসজি'র কোচ ছিলেন তিনি। ১৯৭৩-৭৬ সময়কালে পিএসজির কোচের দায়িত্বে ছিলেন । তার অধীনেই ১৯৭৪ সালে প্রথম বিভাগে উঠেছিল দলটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফন্টেইনের মৃত্যুতে শোক জানিয়েছেন অনেক তারকা।

স্পোর্টসমেইল২৪/জেএম

 


শেয়ার করুন :


আরও পড়ুন

দলীয় সিদ্ধান্তে মেসিকে ভোট দিয়েছি, তোপের মুখে আলাবার স্বীকারোক্তি

দলীয় সিদ্ধান্তে মেসিকে ভোট দিয়েছি, তোপের মুখে আলাবার স্বীকারোক্তি

আর্জেন্টিনার দাপট, কোথাও নেই রোনালদো-নেইমার

আর্জেন্টিনার দাপট, কোথাও নেই রোনালদো-নেইমার

ফিফা বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ কোচ স্কালোনি

ফিফা বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ কোচ স্কালোনি

ফিফার বর্ষসেরাও মেসি

ফিফার বর্ষসেরাও মেসি