মেসি নিষিদ্ধ, চোটে নেইমার; এবাপ্পেদের নিয়ে তবুও দুর্দান্ত পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৮ মে ২০২৩
মেসি নিষিদ্ধ, চোটে নেইমার; এবাপ্পেদের নিয়ে তবুও দুর্দান্ত পিএসজি

নিষেধাজ্ঞার কারণে নেই লিওনেল মেসি, চোটের কারণে মাঠের বাইরে নেইমার। দলের দুই তারকা ফুটবলার না থাকলেও দমে যায়নি পিএসজি। কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে ত্রয়েস বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে ক্লাবটি। এ জয়ে লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি।

রোববার দিনগত রাতে প্রতিপক্ষ ত্রয়েসের মাঠে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে পিএসজি। এমবাপের গোলে এগিয়ে যাওয়ার পর বাকি গোল দুটি করেন ভিতিনহা এবং ফাবিয়ান রুইজ।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ক্রসবারে লেগে ফিরে আসা বলে হেড করে জাল খুঁজে নেন এমবাপে। শুরুতেই এগিয়ে যাওয়া পিএসজি প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি।

যদিও ৪৫তম মিনিটে সমতায় ফেরার ‍সুযোগ পেয়েছিল ত্রেয়াস। তবে দুর্দান্ত এক ডাইভিংয়ে বল ঠেকিয়ে দেন জানলুইজি দোন্নারুম্মা।ফলে ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়তে পারতো পিএসজি। তবে পিএসজিকে হতাশ করেন গ‍্যালোঁ। একিতিকের শট ঝাঁপিয়ে ঠেকানোর পর ত্রেয়াসের গোলরক্ষক এগিয়ে এসে আবারও রুখে দেন মার্কো ভেরাত্তির নেওয়া শট।

ম্যাচের ৫৯তম মিনিটে গোল ব‍্যবধান দ্বিগুণ করেন ভিতিনহা। পর্তুগিজ মিডফিল্ডারের হেড প্রথম চেষ্টা ঠেকিয়ে দিলেও ফিরতি বল অনায়াসে জালে পাঠান ভিতিনিয়া। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

ম্যাচের শেষ দিকে ৮৩তম মিনিটে গোল করে ম্যাচে ফেরার আশা জাগায় ত্রেয়াস। পাপে ইয়াদের দারুণ ক্রসে ছুটে গিয়ে চমৎকার হেডে পিএসজির জালে বল পাঠান শাভালাহাঁ। ফলে গোল ব্যবধান কমে দাঁড়ায় ২-১।

গোল ব্যবধান কমিয়েও স্বস্তিতে ফিরতে পারেনি ত্রেয়াস। দুই মিনিট পরেই পিএসজি শিবিরে স্বস্তি ফেরান রুইজ। এমবাপের করা হেড গোলরক্ষক ফিরিয়ে দিলেও কাছে থাকা রুইজের বুলেট গতির শটে ব্যবধান ৩-১ পরিণত হয়। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে মেসি-নেইমার বিহীন পিএসজি।

এ জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী লঁসের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে তারা। সমান সংখ্যক ম‍্যাচ খেলে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থনে রয়েছে লঁস।


শেয়ার করুন :