এশিয়ান গেমসে ‘অংশ নিবে’ বাংলাদেশ পুরুষ ফুটবল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৭ মে ২০২৩
এশিয়ান গেমসে ‘অংশ নিবে’ বাংলাদেশ পুরুষ ফুটবল দল

ফাইল ফটো

চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। এ বিষয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সংশ্লিষ্ট কমিটির সদস্যদের কাছ থেকে লিখিত সম্মতি গ্রহণের কাজ করছে। যা অচিরেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হতে পারে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

কাজী নাবিল আহমেদ বলেন, ‍“পুরুষ ফুটবল দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের বিষয়ে বিওএ’র পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করি। আশা করি, বাংলাদেশ পুরুষ ফুটবল দল এশিয়ান গেমসে খেলতে যাবে।”

বাজে পারফর্মেন্সের কারণ দেখিয়ে এর আগে বাংলাদেশ অলিম্পিক কমিটির বৈঠকে পুরুষ ফুটবল দলকে হাংজু গেমসে না পাটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও নারী ফুটবল দল পাঠানোর বিষয়ে একমত হয়েছিলেন কর্মকর্তারা।

২০১৮ সালে সর্বশেষ এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। গেমসে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল লাল-সবুজের দলটি।

বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়েছেন, বাংলাদেশ পুরুষ ও নারী; উভয় ফুটবল দলকেই এশিয়ান গেমসে পাঠানো হবে। তিনি বলেন, “পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন। প্রত্যেকেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।”

বিষয়টি ইতিবাচকভাবে দেখলেন এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা দেওয়া হয়নি। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনে অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়ান গেমস।


শেয়ার করুন :