ভুটানকে হারিয়ে সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৮ জুন ২০২৩
ভুটানকে হারিয়ে সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ

ঈদের আগের দিন দারুণ এক উপহার দিলো বাংলাদেশ ফুটবল দল। ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশীপের সেমি-ফাইনালে উঠলো লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে ২০০৯ সালের পর আবার সাফের সেমি-ফাইনালে উঠলো বাংলাদেশ ফুটবল দল।

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে শেখ মোরসালিন, রাকিব হোসেন একটি করে গোল করেন। বাকি গোলটি আসে আত্মঘাতী থেকে। এছাড়া ভুটানের পক্ষে একমাত্র গোলটি করেন সেন্ডা দর্জি।

ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে সেন্ডা দর্জির দারুণ এক গোলে পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ারা। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেননি বাংলাদেশ।

৯ মিনিট পড়ে ২১তম মিনিটে শেখ মোরসালিনের দারুণ এক শটে সমতায় ফিরে লাল-সবুজেরা। সমতায় ফিরে পাল্টে যায় বাংলাদেশ শিবির। পরের ৯ মিনিট পর আত্মঘাতী গোলে লিড নেন বাংলাদেশ।

ম্যাচের তৃতীয় গোলটিও আগে প্রথমার্ধেই। ৩৬তম মিনিটে দারুণ এক গোলে দলকে ৩-১ গোলের লিড এনে দেন রাকিব হোসেন। এরপর আর কোন গোল না হলে এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দু’দল।

প্রথমার্ধে ৫৮ শতাংশ বল দখলে রেখে খেলেছে বাংলাদেশ। এ সময়ে প্রতিপক্ষ ভুটানের বারে ৭টি শট নিয়েছিল, যার মধ্যে ৪টি টার্গেট শট ছিল।


শেয়ার করুন :