অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৬ আগস্ট ২০২৩
অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা

ফিফা নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। এর মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল পা রাখলো ইংলিশ মেয়েরা। এর আগে দুইবার সেমিফাইনালে উঠলেও ফাইনাল খেলা হয়নি তাদের।

বুধবার (১৬ আগস্ট) সিডনির অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের প্রথমার্ধে একটি গোল হলেও দ্বিতীয়ার্ধে ফুটবল প্রেমীরা আরও তিনটি গোলের উল্লাস করেন।

ফাইনালে শিরোপা লড়াইয়ে এখন স্পেনের মোকাবেলা করবে ইংলিশ মেয়েরা। মঙ্গলবার আসরের প্রথম সেমিফাইনালে সুইডেনের বিপক্ষে নাটকীয় জয়ে প্রথমবারের মত নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে স্পেন।

ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৩৬তম মিনিটে ইল্লা টনির গোলে লিড পায় ইংল্যান্ড। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় এ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
sportsmail24ইংল্যান্ডের কাছে হেরে হতাশ অস্ট্রেলিয়া নারী ফুটবল দল

বিরতির পর ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪ নম্বরে থাকা ইংল্যান্ডের বিপক্ষে আক্রমণ বাড়িয়ে দেয় র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার মেয়েরা। অবশ্য তার ফলও পায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে দলকে সমতায় ফেরান স্যাম কার।

সমতায় ফিরে নিজ দেশের দর্শকদের উল্লাসে ভাসালেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়ার মেয়েরা। ম্যাচের ৭১ এবং ৮৬তম মিনিটে দুটি গোল পেয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। দলের পক্ষে গোল দুটি করেন যথাক্রমে লউরেন হেম্প এবং এলিসিয়া রোসো।

প্রতিপক্ষের মাঠ হলেও পুরো ম্যাচে ৫৮ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল ইংল্যান্ড। এ সময়ের মধ্যে ১৫টি শটের মধ্যে ৫টি টার্গেট শট নিয়েছিল তারা। বিপরীতের ৪৬ শতাংশ সময় বল পাওয়া অস্ট্রেলিয়ার মেয়েদের ১২টি শটের মধ্যে ৪টি টার্গেট শট ছিল।


শেয়ার করুন :