আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানসিটির দুর্দান্ত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ পিএম, ২০ আগস্ট ২০১৮
আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানসিটির দুর্দান্ত জয়

অবশেষে লম্বা খরা কাটিয়ে হার্ডাসফিল্ডের বিপক্ষে ঘরের মাঠে জয় পেল ম্যানচেস্টার সিটি। সবশেষ ১৯৮৭ সালে ঘরের মাঠে হার্ডাসফিল্ডের বিপক্ষে জয় পেয়েছিল তারা। রবিবার দলের জার্সি গায়ে সার্জিয়ো আগুয়েরোর ১৩তম হ্যাটট্রিকের ম্যাচে ৬-১ গোলে হার্ডাসফিল্ডকে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।

আগুয়েরোর হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসাস ও ডেভিড সিলভা। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী।

এদিন ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল পান আগুয়েরো। এর ১০ মিনিট পর প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে নিজের দ্বিতীয় গোলটিও পেয়ে যান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোল দেন ডেভিড সিলভার। সিটিজেনদের হয়ে তার ২৫০তম ম্যাচটি স্মরণীয়ই হয়ে থাকল স্প্যানিশ মিডফিল্ডারের।

আগুয়েরোর হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি আসে ৭৫ মিনিটে। ইংলিশ প্রিমিয়ার লিগে নবম ও সবমিলিয়ে ১৩তম হ্যাটট্রিকটি করেন এ ফরোয়ার্ড।

এ জয়ে পেপ গার্দিওলার শিষ্যদের দুই জয় হল। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিটির অনুশীলনে হাঁটুর ইনজুরিতে ডি ব্রুয়েনে

সিটির অনুশীলনে হাঁটুর ইনজুরিতে ডি ব্রুয়েনে

ফিফার শীর্ষ দশে নেই আর্জেন্টিনা-জার্মানি

ফিফার শীর্ষ দশে নেই আর্জেন্টিনা-জার্মানি

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ক্রোয়েশিয়ার গোলরক্ষকও বিদায় বললেন

ক্রোয়েশিয়ার গোলরক্ষকও বিদায় বললেন