নীলফামারীতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৬ আগস্ট ২০১৮
নীলফামারীতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। আগামী ২৯ আগস্ট বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে এ স্টেডিয়ামের। এ ম্যাচের জন্য শুরু হয়েছে টিকিট বিক্রি।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানিয়েছেন, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে সাধারণ আসন সংখ্যা ২০ হাজার এবং ভিআইপি আসন সংখ্যা ৩৬৯টি। টিকিট বিক্রি হবে জেলা শহরের সকল ব্যাংক এবং চারটি ইউনিয়নের বিভিন্ন ব্যাংকের শাখায়।

২০ হাজার আসনের মধ্যে মহিলাদের জন্য ১ হাজার আসন রয়েছে। সাধারণ এবং মহিলাদের টিকিটের মূল্য ১শ টাকা এবং ভিআইপি টিকেটের মূল্য ১ হাজার টাকা। মহিলাদের টিকেট জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে প্রদান করা হচ্ছে।

রোববার সকালে বিভিন্ন ব্যাংক ও শেখ কামাল স্টেডিয়াম থেকে দর্শণার্থীরা টিকিট সংগ্রহ করছেন। জেলা সদরের টুপামারী ইউনিয়নের সাদ্দাম হোসেন বলেন, ‘এ অঞ্চলে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বাড়ির কাছে এমন সুযোগটি কোনভাবেই হাতছাড়া করা যাবে না। তাই আগাম টিকিট সংগ্রহ করতে এসেছি।’

এদিকে জেলায় আন্তর্জাতিক ম্যাচটি সফল করতে চলছে নানা প্রস্তুতি। ইতোমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ সুধি সমাজের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ ব্যাপারে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমরা অল্পদিন আগে বড় পরিসরে নীলফামারীতে সফলভাবে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন করেছি। এখানে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ করার সক্ষমতাও আমাদের আছে। অতীতে আমরা প্রমাণ করেছি একসঙ্গে কিছু করলে অনেক বড় কাজ করা যায়। তাই আমরা সবাইকে নিয়ে এবারো কাজ করব। সবার অংশগ্রহণে আমাদের আয়োজন অবশ্যই সার্থক হবে।’

নীলফামারী জেলা ফুটবল অ্যসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। -বাসস


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনাকে নিয়ে মেসির এমন সিদ্ধান্ত কেন?

আর্জেন্টিনাকে নিয়ে মেসির এমন সিদ্ধান্ত কেন?

রিয়ালকে হারিয়ে শিরোপা জিতলো অ্যাথলেটিকো

রিয়ালকে হারিয়ে শিরোপা জিতলো অ্যাথলেটিকো

কে হচ্ছেন রিয়ালের গোলরক্ষক

কে হচ্ছেন রিয়ালের গোলরক্ষক

ইমরানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে ভারতের সিধু

ইমরানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে ভারতের সিধু