মরিনহো এক বছরের জেল!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮
মরিনহো এক বছরের জেল!

রিয়াল মাদ্রিদে থাকাকালে করফাঁকির দুটি অভিযোগ এনে হোসে মরিনহোর বিরুদ্ধে গত বছর মামলা করেছিলেন স্প্যানিশ আইনজীবীরা। সম্প্রতি ওই মামলায় তাকে এক বছরের সাজা দিয়েছেন দেশটির আদালত। মঙ্গলবার স্পেনের এল মুন্ডু সংবাদপত্র এ খবর প্রকাশ করেছে।

সমঝোতায় পৌঁছানোর অংশ হিসেবে সাজা মেনে নিলেও সত্যি সত্যি কারাগারে যেতে হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচকে। স্প্যানিশ আইন অনুযায়ী, প্রথম অপরাধের ক্ষেত্রে দুই বছরের কম সাজা হলে জেলে যেতে হয় না।

জেল দেয়ার পাশাপাশি ২০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে মরিনহোকে। এ বিষয়ে তার প্রতিনিধি, ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পেনের কর প্রতিষ্ঠান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ২০১৩ সালে রিয়াল ছেড়ে চেলসিতে যোগ দেন মরিনহো। ২০১৬ সালে ম্যানইউতে কোচের দায়িত্ব নেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

ফিফা বর্ষসেরায় মনোনিত রোনালদো-সালাহ-মড্রিচ

ফিফা বর্ষসেরায় মনোনিত রোনালদো-সালাহ-মড্রিচ

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ