টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে দেশে ফিরলো বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ দল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে সংবর্ধনা জানানোর পর ছাদখোলা বাসযোগের জয়ী দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়া হয়।
ঐতিহাসিক এ অর্জনের পর বাংলাদেশ দলকে বরণ করে নিতে বিমানবন্দর আগেই থেকেই প্রস্তুত ছিল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ট্রফিসহ সাবিনা, রুপনা, তহুরা, মনিকারা বাফুফে ভবনে রওয়ানা দেয়।
ঢাকা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে বাংলাদেশ দলকে বহনকারী বাসটি বাফুফে ভবনে পৌঁছায়। এ সময় গণমাধ্যম কর্মী ছাড়াও হাজার হাজার ভক্ত সমর্থকরা ছাদখোলা বাসের আগে পেছনে থেকে বাফুফে পর্যন্ত পৌঁছে দেয়।
বিআরটিসি বাসটি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়। পুরো বাসের চারদিকে বড় অক্ষরে চ্যাম্পিয়ন শব্দটি লেখা ছিল। সাবিনাদের বরণ করে নিতে বাফুফে ভবনেও বিপুল সংখ্যক ভক্ত সমর্থক উপস্থিত হয়।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।