সাগরিকার হ্যাটট্রিক গোলে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ দল। রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৯-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিকরা বাখি ছয় গোল করে দ্বিতীয়ার্ধে। অন্যদিকে, সান্ত্বনা স্বরূপ নিজেদের একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে করে শ্রীলঙ্কা। ম্যাচে সাগরিকার হ্যাটট্রিকের পাশাপাশি বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মুনকি আক্তার। এছাড়া একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্দি।
শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটে স্বপ্না রানী বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি। ২-০ গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ।
ম্যাচের পাঁচ মিনিটে দ্বিতীয় গোল পেলেও তৃতীয় গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা হয় ৩৭তম মিনিট পর্যন্ত। সিনহা জাহানের ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নিজের প্রথম সাফল্য পান সাগরিকা। ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ৪৮তম মিনিটে বদলি শান্তি মারদির ক্রসে গোল করেন মুনকি আক্তার। ৫০তম মিনিটে শিখার গোলে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ম্যাচের ৫৩ ও ৫৮তম মিনিটে গোল দু’টি করেন সাগরিকা।
সাগরিকার হ্যাটট্রিকে ৭-০ গোলে এগিয়ে বড় জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ। তবে এতেও ক্ষ্যান্ত হয়নি বাংলাদেশের মেয়েরা। শেষ দিকে বাংলাদেশের জয়কে আরও বড় করে দেন রূপা ও শান্তি। ৮৬তম মিনিটে রূপার গোলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তবে ম্যাচের ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) শ্রীলঙ্কার হয়ে একমাত্র গোল করেন লায়নসিকা জাসোথারান। এরপর ৯৪তম মিনিটে বাংলাদেশের হয়ে নবম ও শেষ গোলটি করেন শান্তি। এতে ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।