২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ ফুটবলে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে খেলতে যাওয়া বাংলাদেশের গ্রুপে রয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন দল চীন এবং উত্তর কোরিয়া।
মঙ্গলবার (২৯ জুলাই) সিডনিতে অনুষ্ঠিত এই ড্র অনুষ্ঠান হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ দলটি হলো উজবেকিস্তান।
নারী এশিয়ান কাপে সফল দল চীন। ১৪ বার অংশ নিয়ে সবচেয়ে বেশি ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এছাড়া তিনবার শিরোপা জয় করেছে র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল উত্তর কোরিয়া।
অস্ট্রেলিয়ায় ১২টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মূল পর্বের প্রতিযোগিতায় অংশ নিবে। ২০২৬ সালে ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থান অর্জনকারী দুটি সেরা দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
এবারের আসরে চার সেমিফাইনালিস্ট সরাসরি ২০২৭ সালে ব্রাজিলে ফিফা নারী বিশ্বকাপের টিকিট পাবে। এছাড়া কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলো প্লে-অফ খেলার সুযোগ পাবে এবং যেখানে বিশ্বকাপে আরও দুটি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
ড্র অনুযায়ী গ্রুপ ভিত্তিক দল
গ্রুপ-এ : অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন
গ্রুপ-বি : চায়না, উজবেকিস্তান, উত্তর কোরিয়া, বাংলাদেশ
গ্রুপ-সি : জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে।
চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া গত আসরের শীর্ষ তিন দল ও অস্ট্রেলিয়া স্বাগতিক হওয়ায় সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। বাকি ৮ দল বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে।
গত ১২ জুন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা নারী দলের র্যাঙ্কিং প্রকাশ করেছিল। সেই র্যাঙ্কিং অনুযায়ী এশিয়া কাপ নিশ্চিত করা ১২ দলকে ড্রয়ের আগে চার পটে রাখা হয়েছিল।
অন্য সবগুলো দলের এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।