সাফের ফাইনালে খেলবে কোন দুই দল?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮
সাফের ফাইনালে খেলবে কোন দুই দল?

সাফ সুজুকি কাপ ফুটবলের সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে চার দল। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বিকেল ৪টায় মুখোমুখি হবে নেপাল ও মালদ্বীপ। দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। চার দল থেকে বিজয়ী দুই আগামী ১৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে ফাইনাল লড়াইয়ে।

সাফ চ্যাম্পিয়নশিপে কখনো মালদ্বীপকে হারাতে পারেনি নেপাল। তবে এবারের আসরে শক্তিশালী বাংলাদেশকে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করেছে হিমালয় পাদদেশের দলটি। অপরদিকে তিন দলের গ্রুপে পড়েই মূলত ভাগ্য খুলেছে মালদ্বীপের। কারণ, গ্রুপ পর্বে যেখানে দুই ম্যাচে জয় পাবার পরও শেষ চারে জায়গা হয়নি স্বাগতিক বাংলাদেশের, সেখানে কোন ম্যাচে না জিতে শুধুমাত্র একটি ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়েই শেষ চারে খেলার সুযোগ লাভ করেছে মালদ্বীপ। তাও আবার লটারির সহায়তায়।

নেপালের প্রধান কোচ বাল গোপাল মহার্জন বলেছেন, ‘আমরা ভালো অবস্থায় আছি। দলে ইনজুরি নেই। নিজেদের যোগ্যতা প্রমাণ করেছি গ্রুপ পর্বে। কালও (বুধবার) আরেকবার নিজেদের প্রমাণ করব। সর্বশেষ আমরা দুই ম্যাচে মালদ্বীপকে হারিয়েছি। আমরা আত্মবিশ্বাসী। কালকে ম্যাচে জয়ী হয়ে আমরা ফাইনাল খেলব।’

পক্ষান্তরে গ্রুপ পর্বে ভালো খেলতে না পারলেও ফাইনালে যাওয়ার বিষয়ে আশাবাদী মালদ্বীপের কোচ পিটার সেগার্ট। জার্মানীর এ কোচ সাংবাদিকদের বলেন, ‘শ্রীঙ্কার বিরুদ্ধে খেলার সময় কয়েকজন ফুটবলার ইনজুরিতে পড়েছিল। এমনটা হতেই পারে। তবে সেই ইনজুরি নিয়ে চিন্তিত নই আমরা। যারা খেলার উপযুক্ত তাদের নিয়ে কাল সেমি ফাইনালে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি।

টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। ‘বি’ গ্রুপ থেকে প্রাথমিক পর্বের দু’টি ম্যাচেই শ্রীলঙ্কা ও মালদ্বীপকে ২-০ গোলে করে হারিয়ে শীর্ষ দল হিসেবে সেমিতে পৌঁছেছে তারুণ্য নির্ভর শক্তিাশালী দলটি। অপরদিকে ‘এ’ গ্রুপে পাকিস্তান স্বাগতিক বাংলাদেশের কাছে ১-০ হারলেও নেপালকে ২-১ এবং ভুটানকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে।

ভারতের সহকারী কোচ ভেঙ্কেটশ সঙ্গম বলেছেন, ‘ভারত পাকিস্তান ম্যাচ মানেই তীব্র উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। সে কারণে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ। একই সঙ্গে মর্যাদারও ম্যাচ। আশা করি আমরা ভালো খেলব এবং ফাইনাল নিশ্চিত করব।’

পাকিস্তানের কোচ জোসে অ্যান্টনিও নোগেইরাও ম্যাচে উত্তাপ থাকবে বলে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘যেহেতু প্রতিপক্ষ ভারত, তাই আমরা এ ম্যাচ খেলার জন্য বেশ মুখিয়ে আছি। আমরা ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামব। দলকে ফাইনালে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

এক দশক পর সাফের সেমিতে পাকিস্তান। তিন বছর আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে থাকার পর দলটি কোন প্রকার চাপ অনুভব করছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘আমি পেশাদার কোচ। এরকম পরিস্থিতি আমি আগেও মোকাবেলা করেছি। যে কারণে এটাকে চাপ মনে করছি না। আমি নির্ভার হয়ে থাকতে চাই। ভালো খেলা উপহার দিতে চাই। ভারত খুবই গোছানো একটা দল। এ টুর্নামেন্টের জন্য তারা তিন বছর ধরে প্রস্তুতি নিয়েছে। তবে আমরা চেষ্টা করব ফাইনালে খেলার।’


শেয়ার করুন :


আরও পড়ুন

মালদ্বীপকে হারিয়ে সেমিতে ভারত

মালদ্বীপকে হারিয়ে সেমিতে ভারত

ক্ষমা চেয়ে ভুলের ব্যাখ্যা দিয়েছেন সোহেল

ক্ষমা চেয়ে ভুলের ব্যাখ্যা দিয়েছেন সোহেল

দেশের হার মানতে না পারায় বোতলবৃষ্টি!

দেশের হার মানতে না পারায় বোতলবৃষ্টি!

বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক

বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক