সংঘাতের পর চ্যাম্পিয়ন রিভারপ্লেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮
সংঘাতের পর চ্যাম্পিয়ন রিভারপ্লেট

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের ফাইনালকে একবিংশ শতাব্দীর সেরা দ্বৈরথ বলা হচ্ছিল। মাঠের লড়াইয়ের রোববার বাংলাদেশ সময় রাতে দেখা গেল সেটাই। শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়ানোর ম্যাচ ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে রিভার প্লেট। এরআগে দুই দলের প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।  

কোপা লিবার্তাদোরেসের ৫৮ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বোকা জুনিয়র্স আর রিভার প্লেটে। গেল ১১ নভেম্বর বোকা জুনিয়র্সের মাঠে ফাইনালের প্রথম লেগটি ২-২ গোলে ড্র হয়েছিল। রিভারের মাঠে দুই সপ্তাহ আগে আবার দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু বুয়েনস এইরিসে রিভার সমর্থকদের সহিংসতায় ম্যাচ পিছিয়ে যায়। সে হিসেবে রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা নির্ধারনী ম্যাচে নামে দল দুটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৬২ হাজার দর্শক-সমর্থকের উপস্থিতিতে ম্যাচের ৪৪ মিনিটে এগিয়ে গিয়েছিল বোকা জুনিয়র্স। দলটির হয়ে গোল করেন দারিও বেনেদেত্তো। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে সমতায় ফেরে রিভার প্লেট। সে সময় প্রতিপক্ষের জাল মুখ খোলেন লুকাস প্রাত্তো। এরপর নির্ধারিত সময় পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলে ড্র হয় ম্যাচ। যে কারণে ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে।  

অবশ্য ৯২ মিনিটে বোকা দশজনের দলে পরিণত হয়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইলমার বারিওস। সেই সুযোগ কাজে লাগিয়ে ১০৯ মিনিটে হুয়ান ফার্নান্দোর গোলে এগিয়ে যায় রিভার প্লেট। এদিকে  ১২২ মিনিটের দলটির লিড আরও বাড়িয়ে জয়ের সুবাস পাওয়ান গঞ্জালো নিকোলাস মার্টিনেজ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেই শিরোপা উল্লাসে মাতে রিভার প্লেট। তাতে দলটি বনে যায় দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব।
এ জয়ের ফলে এখন ক্লাব বিশ্বকাপে অংশ নেবে রিভার প্লেট। ১২ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সংঘাতের পর চ্যাম্পিয়ন রিভারপ্লেট

সংঘাতের পর চ্যাম্পিয়ন রিভারপ্লেট

‘ব্যালন ডি’অর মিথ্যা, মেসিই বিশ্ব সেরা’

‘ব্যালন ডি’অর মিথ্যা, মেসিই বিশ্ব সেরা’

কঠিন গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, সুবিধায় যুক্তরাষ্ট্র

কঠিন গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, সুবিধায় যুক্তরাষ্ট্র

থাইল্যান্ডে উয়েফা মিনি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের ছেলেরা

থাইল্যান্ডে উয়েফা মিনি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের ছেলেরা