কোপায় খেলবেন মেসি : আশা কোচের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯
কোপায় খেলবেন মেসি : আশা কোচের

রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়ার পর মেসি আর আর্জেন্টিনার হয়ে মাঠে নামেননি। তবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার জাতীয় দলের হয়ে খেলবেন না -এমন কথাও কখনো বলেননি। ফলে আসন্ন কোপা আমেরিকায় মেসির খেলা নিয়ে চলছে নানা আলোচনা।

২০১৯ সালের কোপা আমেরিকা চলবে ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত। ১৯৯৩ সালের পর প্রথমবার এ আয়োজনে থাকছে না উত্তর আমেরিকার কোনো দল। সম্প্রতি কোপা আমেরিকার গ্রুপ নির্ধারণ করা হয়েছে। আসন্ন এ টুর্নামেন্টে মেসি খেলবেন বলেই আশা প্রকাশ করেছেন আর্জেন্টিনার জাতীয় কোচ লিয়োনেল স্কালোনি।

কোপা আমেরিকায় গ্রুপ নির্ধারণী অনুষ্ঠানে স্কালোনি বলেছেন, ‘মার্চের আগেই লিয়োর সঙ্গে কথা বলব। আর কথা বলার জন্য ঠিক সময় বেছে নেওয়া হবে। আমার আশা ও (মেসি) আবার ফিরবে। আমরা চাই লিয়ো আনন্দে থাকুক। ওর সম্পর্কে আমার ধারণা সব সময়েই খুব ভালো।’

আর্জেন্টিনা শেষবার কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। অবশ্য শেষ দু’বারই আর্জেন্টিনা ফাইনালে হেরে যায় টাইব্রেকারে। এবারের দলটি তাই ট্রফি জয়ের জন্য মরিয়া। ঘোষিত সূচিতে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ বি-তে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে।

ফুটবল বিশ্লেষকেরা মনে করছেন, গ্রুপে কলম্বিয়াই সমস্যায় ফেলতে পারে আর্জেন্টিনাকে। তুলনামূলকভাবে সহজ গ্রুপে রয়েছে ব্রাজিল। এ-গ্রুপে তাদের সঙ্গে রয়েছে পেরু, ভেনেজ়ুয়েলা ও বলিভিয়া। গ্রুপ সি-তে রয়েছে উরুগুয়ে, জাপান (অতিথি দেশ), ইকুয়েদর ও গত বারের চ্যাম্পিয়ন চিলে।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা আমেরিকায় দেখা হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার

কোপা আমেরিকায় দেখা হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার

জিরোনাকে হারিয়ে সেমির পথে রিয়াল

জিরোনাকে হারিয়ে সেমির পথে রিয়াল

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়

নেইমারের ইনজুরিতে দারুন দুঃশ্চিন্তায় কোচ

নেইমারের ইনজুরিতে দারুন দুঃশ্চিন্তায় কোচ