বার্সেলোনার কাছে রিয়ালের টানা দুই হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৩ মার্চ ২০১৯
বার্সেলোনার কাছে রিয়ালের টানা দুই হার

ছবি: গেটি ইমেজ

বার্সেলোনার কাছে টানা দুই হারের স্বাদ পেলো রিয়াল রিয়াল মাদ্রিদ। এ সপ্তাহে রিয়ালকে ৩-০ গোলে বিধ্বস্ত করার পর এবার ১-০ গোলে হারিয়েছে মেসিরা।

গেল বৃহস্পতিবার কোপা ডেল রের সেমিফাইনালের ফিরতি লেগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে বড় জয় নিয়ে ফেরে বার্সা। চার দিন পর আবারো গ্যালাকটিকোদের দূর্গেই তাদের হারালেন লিওনেল মেসিরা। এ জয়ে স্প্যানিশ লিগে শীর্ষস্থান মজবুত করলেন তারা।

তবে ম্যাচের শুরুতে চিরচেনা ছন্দে খুঁজে পাওয়া যায়নি বার্সাকে। তবুও গোল পেতে সময় লাগেনি। ২৬তম মিনিটে দলকে লিড এনে দেন রাকিতিচ। থিবো কুর্তোয়া টেরই পাননি। ক্রোয়াট মিডফিল্ডারে জাদুকরী নিশানাবাজিতে ভ্যাবাচেকা বনে যান রিয়াল গোলরক্ষক।

পরে আক্রমণের চেষ্টা করেছে স্বাগতিকরা। তবে গোলমুখ খুলতে পারেননি স্প্যানিশ জায়ান্টরা। গোটা ম্যাচে নিষ্প্রভ ছিলেন করিম বেনজেমা-গ্যারেথ বেলরা। ঝলক দেখা যায়নি মেসি- লুইস সুয়ারেজের পায়েও।

তারা যে আক্রমণ করেছেন তা ছিল নিতান্তই দুর্বল। কেউই কারো রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারেননি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের। তবে বীরের বেশেই ময়দান ছাড়েন তারা।

messi

এর মাঝে উল্লেখযোগ্য ঘটনা ঘটে ৬০ মিনিটে। উল্কার গতিতে ছুটে আসা মেসিকে থামাতে গিয়ে ফাউল করেন সার্জিও রামোস। রিয়াল ডিফেন্ডারের এমন আচরণে ক্ষেপে যান বার্সা অধিনায়ক। রামোসকে হলুদ কার্ড দেখান রেফারি।

অন্যদিকে মেসিকে শান্ত করতে ছুটে আসতে হয় সতীর্থদের। প্রাণভোমরাকে ফাউল করার প্রতিশোধ হিসেবে মিনিট কয়েক পর রামোসকে ফাউল করেন বার্সা রক্ষণসেনা ক্লিমেন্ট ল্যাঙ্গলেট। তাকেও হলুদ কার্ড দেখান রেফারি।

এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চূড়ায় ব্লাউগ্রানারা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫০।


শেয়ার করুন :


আরও পড়ুন

অগাসবার্গের কাছে ডর্টমুন্ডের বিস্ময়কর হার

অগাসবার্গের কাছে ডর্টমুন্ডের বিস্ময়কর হার

সোমবার করে লা লিগার ম্যাচ না রাখার সিদ্ধান্ত

সোমবার করে লা লিগার ম্যাচ না রাখার সিদ্ধান্ত

জার্মানির  বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ইনজুরির কথা লুকিয়েছিলেন নেইমার

ইনজুরির কথা লুকিয়েছিলেন নেইমার