সোমবার করে লা লিগার ম্যাচ না রাখার সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০২ মার্চ ২০১৯
সোমবার করে লা লিগার ম্যাচ না রাখার সিদ্ধান্ত

আগামী মৌসুম থেকে সোমবার লা লিগার সূচিতে কোন ম্যাচ না রাখার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্র ও সোমবার কোন ম্যাচ অনুষ্ঠিত হলে তা সমর্থকদের সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে বড় ক্লাবগুলো ইউরোপীয়ান প্রতিযোগিতায় জড়িত থাকে বিধায় তাদের জন্য শুক্র ও সোমবার কোন লিগ ম্যাচে অংশ নেয়া কঠিন হয়ে পড়ে। এতে করে সমর্থকরা তাদের ফেবারিট দলকে ঐ দুই দিন মাঠে পায়না। এ কারণে অন্য ক্লাবগুলোর উপর এই দুই দিন খেলার চাপ পড়ে। এবারের মৌসুমে সপ্তাহ শুরুর দিনে

এ্যাথলেটিকো বিলবাওকে ২৫টি লিগ ম্যাচের মধ্যে আটটি খেলতে হয়েছে। ডিপোর্তিভো আলাভেসের সমর্থকরাও গত মাসে লেভান্তের বিপক্ষে ম্যাচের দিন বিষয়টি নিয়ে বেশ আলোড়ন তুলেছিল। সমর্থকদের সুবিধার কথা

বিবেচনা করে বিশেষ করে সোমবারের ম্যাচগুলো আগামী মৌসুম থেকে বাদ দেবার নিশ্চয়তা দিয়েছে ফেডারেশন সভাপতি। এক অফিসিয়াল টুইটার বার্তায় এ সম্পর্কে রুবিয়ালেস লিখেছেন, ‘আগামীবার সোমবার আর কোন ম্যাচ নয়। আগামী মৌসুম থেকে সব ম্যাচ হবে শনিবার ও রোববার। তবে শুক্রবার কি করা যায় সেটা আমরা বিবেচনা করে দেখছি। বাণিজ্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সমর্থকদের থেকে নয়।’


শেয়ার করুন :


আরও পড়ুন

জার্মানির  বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ইনজুরির কথা লুকিয়েছিলেন নেইমার

ইনজুরির কথা লুকিয়েছিলেন নেইমার

২০২৪ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন আলবা

২০২৪ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন আলবা

রিয়ালকে হেসে খেলা হারিয়ে ফাইনালে বার্সেলোনা

রিয়ালকে হেসে খেলা হারিয়ে ফাইনালে বার্সেলোনা