আগামী সপ্তাহে অনুশীলনে ফিরছেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ এএম, ১৯ মার্চ ২০১৯
আগামী সপ্তাহে অনুশীলনে ফিরছেন নেইমার

আগামী সপ্তাহে অনুশীলনে ফিরবেন বলে আশা করছেন পায়ের চোটে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

গত জানুয়ারিতে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান ২৭ বছর বয়সী এই ফুটবলার। বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠন করা বোর্ড নেইমারের মাঠে ফিরতে প্রায় আড়াই মাসের মতো সময় লাগবে বলে জানায়।

এক সাক্ষাৎকারে দ্রুতই মাঠে ফিরতে মুখিয়ে আছেন বলে মন্তব্য করেন পিএসজির চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাওয়া নেইমার।

“আগামী সপ্তাহে আমি অনুশীলনে ফিরব। হ্যাঁ, তারপর আমি মাঠে ফিরব এবং ২ সপ্তাহের মধ্যে পুনরায় দলের সঙ্গে যোগ দিব। আমি এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি।”

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে নিজেদের শেষ ম্যাচে রোববার লিগ ওয়ানে কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়ার নৈপুণ্যে মার্সেইকে ৩-১ গোলে হারায় পিএসজি। লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে এক ম্যাচ কম খেলেই ২০ পয়েন্ট এগিয়ে আছে টমাস টুখেলের দল।

তবে নেইমারের ভক্ত-সমর্থকদের জন্য খারাপ খবরও রয়েছে একটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করায় গত সপ্তাহে তার বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানায় উয়েফা।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

বাজেভাবে মচকে গেছে সুয়ারেজের পা

বাজেভাবে মচকে গেছে সুয়ারেজের পা

মেসির হ্যাটট্রিক গোলে প্রতিশোধ নিল বার্সেলোনা

মেসির হ্যাটট্রিক গোলে প্রতিশোধ নিল বার্সেলোনা

ডি মারিয়া-এমবাপ্পের গোলে পিএসজির দুর্দান্ত জয়

ডি মারিয়া-এমবাপ্পের গোলে পিএসজির দুর্দান্ত জয়

আমরা পুরোটা সময় লড়াই করেছি : এগুয়েরো

আমরা পুরোটা সময় লড়াই করেছি : এগুয়েরো