অশালীন উদযাপন করে শাস্তি পেলেন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ পিএম, ২১ মার্চ ২০১৯
অশালীন উদযাপন করে শাস্তি পেলেন রোনালদো

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোনালদোর বাজে অঙ্গভঙ্গি বিপদে ফেলে দিয়েছে তাকে। বিধিবহির্ভুত অঙ্গভঙ্গির জন্য তাকে অভিযুক্ত করেছে উয়েফা।

ঘটনার শুরু হয়েছিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। জুভেন্টাসের বিপক্ষে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে প্রথম গোলের পর নিজেদের দর্শকের দিকেই অশালীন ইঙ্গিত করে নিজেদের শৌর্যবীর্যের কথা জানিয়েছিলেন কোচ ডিয়েগো সিমিওনে।

এ জন্য পরে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি। পরের লেগে হ্যাটট্রিক করে দল জিতিয়ে জবাব দিয়েছেন রোনালদো। সে সঙ্গে সেই একই ভঙ্গিতে উদ্‌যাপনও করেছেন। দুজনের শাস্তিও একই হয়েছে, ২০ হাজার ইউরো জরিমানা দিতে হচ্ছে তাঁদের।

রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলা নীতির ধারা ১১(২) (বি) ও ১১(২) (ডি) ভাঙার অভিযোগ করা হয়েছিল। আর্টিকেল ১১তে ফুটবল মাঠে আচরণবিধি আলোচনা করা হয়েছে। সেখানে উপধারা ২(বি) তে অন্যকে অপমান করা হয় এমন আচরণ ও শালীনতার নীতি ভাঙে এমন আচরণের কথা আলোচনা করা হয়েছে।

উপধারা ২(ডি) তে বলা হয়েছে, খেলা হিসেবে ফুটবল ও উয়েফাকে নিন্দিত করে এমন আচরণের শাস্তির কথা। এদিক থেকে রোনালদোর বিরুদ্ধে ‘আগ্রাসী আচরণ যা ভদ্র আচরণের নীতিকে ভঙ্গ করা’ ও ‘ফুটবল ও উয়েফার মর্যাদাহানি’র অভিযোগ তোলা হয়েছিল।


শেয়ার করুন :


আরও পড়ুন

অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো

অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দৌড়ে চিলি

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দৌড়ে চিলি

ব্রাজিলের প্রীতি ম্যাচে নেই নেইমার

ব্রাজিলের প্রীতি ম্যাচে নেই নেইমার

ইনজুরিতে আর্জেন্টিনা দলের বাইরে ডি মারিয়া

ইনজুরিতে আর্জেন্টিনা দলের বাইরে ডি মারিয়া