দুর্দান্ত খেলেও পর্তুগালকে জেতাতে পারেননি রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৩ মার্চ ২০১৯
দুর্দান্ত খেলেও পর্তুগালকে জেতাতে পারেননি রোনালদো

বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি দিয়ে জাতীয় দলে ফিরেছেন মেসি-রোনালদো। তবে ফেরার ম্যাচে বড় হারের স্বাদ পেয়েছেন মেসি। জুভেন্টাস তারকা রোনালদো অবশ্য হারের স্বাদ নিতে না হলেও দলকে জেতাতে পারেননি। ইউরো বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে পর্তুগাল।

জয়ের সবধরনের চেষ্টা করেছে রোনালদোর পর্তুগাল। কিন্তু ইউক্রেন গোলরক্ষকের দেয়াল মাড়াতে পারেননি। প্রথমার্ধেই রোনালদোর গোলের মুখে দারুণ দুটি শট নিলেও তা ঠেককিয়ে দেন আন্দ্রে পিতোভ। এছাড়া আন্দ্রে সিলভার দুর্দান্ত এক শট ফেরান তিনি।

খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল রোনালদোদের পায়ে। গোলের লক্ষ্যে পর্তুগাল শট নিয়েছে ১৩টি। এর মধ্যে গোল হওয়ার মতো শটই ছিল ছয়টি। তবে একটি শটও গোলের দেখা পায়নি।

অন্যদিকে ইউক্রেন ছিল আত্মরক্ষা করতেই ব্যস্ত। তারা গোলে শট নিতে পেরেছে মাত্র তিনটি। এর মধ্যে গোলের লক্ষ্যে মোট শট ছিল একটি। তবে বাছাইপর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে তাদের মাঠে রুখে দেওয়ায় ইউক্রেন জন্য অবশ্যই খুশি সংবাদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি ফিরলেও ৩-১ গোলে হারলো আর্জেন্টিনা

মেসি ফিরলেও ৩-১ গোলে হারলো আর্জেন্টিনা

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দৌড়ে চিলি

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দৌড়ে চিলি

ইউরো বাছাইয়ে জয়ে শুরু ক্রোয়েশিয়া-বেলজিয়ামের

ইউরো বাছাইয়ে জয়ে শুরু ক্রোয়েশিয়া-বেলজিয়ামের

অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো

অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো