কোপার ফাইনালে খেলতে পারছেন না ব্রাজিলের উইলিয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৪ জুলাই ২০১৯
কোপার ফাইনালে খেলতে পারছেন না ব্রাজিলের উইলিয়ান

পেরুর বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার উইলিয়ান। কারণ তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

৩০ বছর বয়সী চেলসির এ মিডফিল্ডার সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে এভারটনের স্থানে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন। সিবিএফ-এর ওই এক মুখপাত্র জানিয়েছেন, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বুধবার উইলিয়ানের কিছু পরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবারের ম্যাচে উইলিয়ান ইনজুরিতে পড়েছিলেন বলে ব্রাজিলিয়ান গণমাধ্যম সূত্র জানা গেছে। সিবিএফ’র মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন, উইলিয়ানের সুস্থ হয়ে ওঠতে কিছুটা সময় লাগবে।

এখন পর্যন্ত টুর্নামেন্টে খেলা ব্রাজিলের পাঁচটি ম্যাচের কোনটিতেই উইলিয়ান মূল একাদশে জায়গা পাননি। পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে ৫-০ গোলের বড় জয়ে তিনি গোল করেছিলেন। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শ্যুটে আউটেও তিনি গোল পেয়েছেন।

ব্রাজিলের হয়ে ৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা উইলিয়ানের ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল।

কোপা আমেরিকায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এ নিয়ে ২০ বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ ২০০৭ সালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে পরাজিত করে তারা শিরোপা জিতেছিল।


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু, বিদায় চিলি

৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু, বিদায় চিলি

ব্রাজিলের জয়ের ম্যাচে রেফারিং নিয়ে আর্জেন্টিনার অভিযোগ

ব্রাজিলের জয়ের ম্যাচে রেফারিং নিয়ে আর্জেন্টিনার অভিযোগ

আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল: স্কালোনি

আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল: স্কালোনি