প্রথম ম্যাচেই অনিশ্চিত মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ১১ আগস্ট ২০১৯
প্রথম ম্যাচেই অনিশ্চিত মেসি

লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে ১৬ আগস্ট থেকে। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় বিলবাওয়ের মাঠে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা। তবে মাংসপেশিতে চোটের কারণে এই ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে।

এমনটাই জানিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। ভালভেরদে বলছেন, মেসি যদি ছুটিতে থাকত তবে আমি খুশি হতাম। কিন্তু তার চোট আছে। আমি আশা করি, শুক্রবার আমরা তাকে পাব এবং তার ওপর নির্ভর করতে পারব। কিন্তু সে সম্ভাবনা ক্ষীণ।

মূল মৌসুম শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নাপোলির বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। লুইস সুয়ারেজের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন দুই ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান ও উসমান দেম্বেলে।

দিন কয়েক আগে প্র্যাকটিস সেশনে ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এরপর মেসিকে প্র্যাকটিস সেশন থেকে তুলে নেয়া হয়। তারপর কবে তিনি মাঠে ফিরবেন সে বিষয়ে খুব একটা কিছু জানা যাচ্ছিল না।

২০১৮-১৯ মৌসুমে মেজর তিনটি শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তাদের।


শেয়ার করুন :


আরও পড়ুন

পায়ে ব্যান্ডেজ, জিমে প্রস্তুতি চলছে মেসির

পায়ে ব্যান্ডেজ, জিমে প্রস্তুতি চলছে মেসির

নাপোলির জালে বার্সেলোনার গোল বন্যা

নাপোলির জালে বার্সেলোনার গোল বন্যা

এই না হলো চ্যাম্পিয়ন!

এই না হলো চ্যাম্পিয়ন!

মেসির সেই ফ্রি-কিকটিই উয়েফার সেরা গোল নির্বাচিত

মেসির সেই ফ্রি-কিকটিই উয়েফার সেরা গোল নির্বাচিত