মেসি বিহীন বার্সায় সুয়ারেজের জোড়া গোলে জয়ের হাসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯
মেসি বিহীন বার্সায় সুয়ারেজের জোড়া গোলে জয়ের হাসি

ছবি : গেটি ইমেজ

জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। মেসি বিহীন স্প্যানিশ লিগে সুয়ারেজের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-২ গোলে হারিয়েছে কাতালানরা।

ম্যাচের মূল আকর্ষণ ছিলেন বার্সেলোনার ১৬ বছর বয়সী গিনির ফরোয়ার্ড আনসু ফাতি। ক্যাম্প ন্যু’তে ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে এ ফাতির গোলেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা।

স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। নতুন মৌসুমটা এক রকম টানাপোড়েনের মধ্য দিয়েই কাটাতে হচ্ছে। কখনো ড্র কখনো হার কিংবা জয়। এবার জয়ের ধারায় ফেরার মিশন নিয়ে ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় বার্সা।

মাত্র ২ মিনিটে ফাতির গোলে লিড পাওয়ার পর ৫ মিনিট পরেই তা দ্বিগুণ হয়। ডি জং গোল করে হাসি ফোটান কাতালান শিবিরে। ম্যাচের ২৭ মিনিটে গামেইরো ব্যবধান কমান ভ্যালেন্সিয়ার হয়ে। ফলে বিরতিতে যাওয়ার আগে স্কোর থাকে ২-১।

বিরতি থেকে ফিরে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বার্সা। ৫১ মিনিটে পিকের গোলে স্কোর ৩-১ করে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এরপর ম্যাচের ৬১ ও ৮২ মিনিটে সুয়ারেজের নৈপুণ্যে আরও দুটি গোল পায় বার্সেলোনা। আর এতে জয় মোটামুটি নিশ্চিত হয়ে যায় ভালভার্দের দলের।

তবে যোগ করা সময়ে গোমেজ ভ্যালেন্সিয়ার হয়ে একটি গোল পরিশোধ করেন। সময় শেষে ৫-২ গোলের জয় পায় মেসিবিহীন বার্সা।

ম্যাচ শেষে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, সে (আনসু ফাতি) যেভাবে প্রথম সুযোগেই গোল করেছে এটা সাধারণত হয় না। আবার একটি গোলে সহযোগিতাও করেছে। এত অল্প বয়সে বার্সেলোনার প্রথম দলের সাথে নিজেকে মানিয়ে নেয়াটাও কঠিন। অথচ নিজের যোগ্যতা দিয়েই সে কাজটাকে সহজ করে নিয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে পারছেন না মেসি

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে পারছেন না মেসি

ইউরো বাছাইপর্বে ইংল্যান্ড-পর্তুগাল-ফ্রান্সের বড় জয়

ইউরো বাছাইপর্বে ইংল্যান্ড-পর্তুগাল-ফ্রান্সের বড় জয়

নেইমারও পারেননি, প্রতিশোধ নিল পেরু

নেইমারও পারেননি, প্রতিশোধ নিল পেরু

ফুটবলেও আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ

ফুটবলেও আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ