স্বাগতিক এইবারের জালে বার্সেলোনার ৩ গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ এএম, ২০ অক্টোবর ২০১৯
স্বাগতিক এইবারের জালে বার্সেলোনার ৩ গোল

ছবি : বার্সেলোনা

নিরাপত্তার ঝুঁকিতে বছরের প্রথম এল ক্লাসিকো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এরপর বিমানযোগে না গিয়ে বাসযোগে পাড়ি দিয়েছেন ৫৮৯ কিলোমিটার। এতদূর বাস ভ্রমণ করে এইবারের বিপক্ষে খেলতে নেমেছিলেন সেমি-সুয়ারেজরা।

আন্তর্জাতিক ম্যাচের বিরতি কাটিয়ে শনিবার স্বাগতিক এইবারের বিপক্ষে খেলতে নেমেছিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এ ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৩ মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন গ্রিজমান। ক্লেমেন্ট ল্যাঙ্গলেটের পাস থেকে লা লিগা চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সা। ৫৮ মিনিটে গ্রিজমানের পাস থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এর ৮ মিনিট পরই ব্যবধান ৩-০ করে বার্সেলোনা।

স্বাগতিক এইবারের রক্ষণের পেছনে বল বাড়ান গ্রিজমান। মেসি বল নিয়ে চলে যান গোলমুখের সামনে। সামনে শুধু পান দিমিত্রোভিচকে, কিন্তু নিঃস্বার্থভাবে তিনি বল দিয়ে দেন সুয়ারেজকে। উরুগুইয়ান স্ট্রাইকার সহজে খালি জালে বল জড়ান।

নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিরাপত্তার শঙ্কায় প্রথম এল ক্লাসিকো স্থগিত

নিরাপত্তার শঙ্কায় প্রথম এল ক্লাসিকো স্থগিত

৫৮৯ কিলোমিটার বাস ভ্রমণ করে খেলতে নামছে মেসি-সুয়ারেজরা

৫৮৯ কিলোমিটার বাস ভ্রমণ করে খেলতে নামছে মেসি-সুয়ারেজরা

রেকর্ড ষষ্ঠ গোল্ডেন স্যু মেসির

রেকর্ড ষষ্ঠ গোল্ডেন স্যু মেসির

বার্সেলোনার দুই লাল কার্ডে চটেছেন কোচ ভালভার্দে

বার্সেলোনার দুই লাল কার্ডে চটেছেন কোচ ভালভার্দে