সহস্রতম ম্যাচ উদযাপনে ইংল্যান্ডের ব্যতিক্রম আয়োজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৬ পিএম, ০২ নভেম্বর ২০১৯
সহস্রতম ম্যাচ উদযাপনে ইংল্যান্ডের ব্যতিক্রম আয়োজন

চলতি নভেম্বরে মন্টেনেগ্রোর বিপক্ষে সহস্রতম আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশ নেবে ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে দেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড় ও সাবেক অধিনায়কদের।

ওয়েম্বলিতে ইউরো ২০২০ বাছাইপর্বের এ ম্যাচ দিয়ে ইংল্যান্ড প্রথম কোন দেশ হিসেবে পুরুষদের সিনিয়র ফুটবলে আন্তর্জাতিক এক হাজারতম ম্যাচে খেলার স্বাদ নেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৪৭ বছর আগে আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছিল ইংল্যান্ড। এরপর থেকেই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের হিসেবের খাতায় যুক্ত হতে থাকে একটি করে ম্যাচ।

ম্যাচটি উদযাপনের সময় আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া সাবেকরা এবং বর্তমান খেলোয়াড়রা গায়ে চড়াবেন ব্যক্তিগতভাবে অংশ নেওয়া আন্তর্জাতিক ম্যাচের উত্তারধিকার সংখ্যা সম্বলিত টি-শার্ট। ১৪ নভেম্বরের ওই বাছাই পর্ব ম্যাচের উৎসবে দেশের হয়ে ৫৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ১০৭১ নম্বর সম্বলিত শার্ট গায়ে চড়াবেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইংলিশ কোচ বলেছেন, এটি ইতিহাস এবং দলের গুরুত্বপূর্ণ পথে ফিরে যাওয়ার গুরুত্বকে রাঙ্গিয়ে দেয়। আমরা সারাক্ষণ খেলোয়াড়দের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। শার্টের সামনে লাগানো ব্যাজে থাকবে আমরা কিভাবে ইতিহাসের ছোট্ট একটি অংশ হলাম। এই শার্টকে সম্মান দেখানো খুবই গুরুত্বপূর্ণ। সেটিকে আমরা ভালো জায়গায় রেখে দেব।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে আমাদের সাবেক কিংবদন্তী খেলোয়াড়রাও ম্যাচটি উপভোগ করতে মাঠে আসবেন। এটি দারুণ একটি মুহূর্তের অবতারণা করবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের জার্সিতে ফিরছেন মেসি

নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের জার্সিতে ফিরছেন মেসি

নেইমারকে পেতে বার্সেলোনার বেতন পরিশোধেও পরিবর্তন

নেইমারকে পেতে বার্সেলোনার বেতন পরিশোধেও পরিবর্তন

তিন ম্যাচ নিষিদ্ধ হলেন রিবেরি

তিন ম্যাচ নিষিদ্ধ হলেন রিবেরি

রূপকথার মত সফলতায় শীর্ষে গ্রানাডা

রূপকথার মত সফলতায় শীর্ষে গ্রানাডা