অ্যাথলেটিকোকে হারিয়ে বার্সেলোনাকেও শাসালো রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০
অ্যাথলেটিকোকে হারিয়ে বার্সেলোনাকেও শাসালো রিয়াল

মুখোমুখি হয়েছিল মাদ্রিদের দুই ক্লাব, রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। আর এ ম্যাচে চোখ রেখেছিল বার্সেলোনা। তবে বার্সেলোনা ও আথলেটিকো মাদ্রিদকে হাসতে না দিয়ে শেষ হাসিটা হেসেছে রিয়াল মাদ্রিদ।

আথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেছে স্পেনের সফলতম ক্লাবটি। গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় আতলেতিকোর মাঠে দু’দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

শনিবার খেলার ৫৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউসের দারুণ বুদ্ধিদীপ্ত পাস পেয়ে মঁদি নিচু ক্রস বাড়ান বেনজেমাকে। ছয় গজ দূর থেকে বল ঠিকানায় পাঠাতে কোনো ভুল করেননি ফরাসি এ ফরোয়ার্ড।

এবারের লিগে বেনজেমার এটি ১৩তম গোল। এক গোল বেশি নিয়ে তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ছন্দ হারানো প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানো রিয়াল ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত। তবে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুর্বল শটে ভালো একটি সুযোগ নষ্ট করেন ভিনিসিউস। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ে লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত রইলো রিয়াল মাদ্রিদ। টানা চার ম্যাচসহ আসরে মোট ১৪ জয় পাওয়া দলটির অর্জন ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৩। আর ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে আথলেটিকো মাদ্রিদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

দশজনের মোঁপেলিয়ের জালে পিএসজির গোল বন্যা

দশজনের মোঁপেলিয়ের জালে পিএসজির গোল বন্যা

সালাহর জোড়া গোলে সাউদাম্পটনকে উড়িয়ে দিল লিভারপুর

সালাহর জোড়া গোলে সাউদাম্পটনকে উড়িয়ে দিল লিভারপুর

লেগানেসকে গুঁড়িয়ে দিয়ে শেষ আটে বার্সেলোনা

লেগানেসকে গুঁড়িয়ে দিয়ে শেষ আটে বার্সেলোনা

বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড

বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড