ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে ধরা খেলেন রোনালদিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৫ মার্চ ২০২০
ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে ধরা খেলেন রোনালদিনহো

ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদিনহোকে আটক করেছে প্যারাগুয়ে পুলিশ। বুধবার রাতে দেশটির একটি হোটেল থেকে এই ব্রাজিলিয়ান ফুটবলার ও তার ভাই রবার্তোকে আটক করা হয়।

হোটেল রুমে তল্লাশি করে তাদের কাছে ভূয়া কাগজপত্র ও জাল পাসপোর্ট পায় দেশটির পুলিশ। দেশটির একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে সেখানে গিয়েছিলেন। পরে কর্মকর্তারা হোটেলে কাগজপত্র পরীক্ষা করতে গেলে তাদের কাছে জাল পাসপোর্ট পায়।

রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্ম তারিখ, জন্মস্থান সবই ঠিক আছে। তবে গোল পেঁকেছে দেশের নামের ক্ষেত্রে যেখানে ব্রাজিলের জায়গায় লেখা প্যারাগুয়ের নাম। ২০১৮ সালের নভেম্বরের দিকে রোনালদিনহো নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন বলে জানা গেছে।

প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউকলিডস একেভেডো জানিয়েছেন, রোনালদিনহোকে এখনো আটক করা হয়নি, তার বিষয়ে অভিযোগ তদন্ত করা হচ্ছে মাত্র।

তিনি বলেন, তারা বিচারিক তদন্তের মাঝে আছেন এবং তাদের সাক্ষ্য প্রমাণ নেওয়া হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে তাদের আটক করা হবে কি হবে না।


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে ট্রাইব্রেকার ভাগ্যে টটেনহ্যামের বিদায়

ঘরের মাঠে ট্রাইব্রেকার ভাগ্যে টটেনহ্যামের বিদায়

মোহামেডানকে চার গোলে উড়িয়ে দিল আবাহনী

মোহামেডানকে চার গোলে উড়িয়ে দিল আবাহনী

উয়েফা ন্যাশনস লিগের একই গ্রুপে পর্তুগাল-ফ্রান্স-ক্রোয়েশিয়া

উয়েফা ন্যাশনস লিগের একই গ্রুপে পর্তুগাল-ফ্রান্স-ক্রোয়েশিয়া

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের শঙ্কা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের শঙ্কা