আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের ছোবল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১২ মার্চ ২০২০
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের ছোবল

ফাইল ছবি

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে পুর্বনির্ধারিত এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমনের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর এই আয়োজন স্থগিত করেছে বোর্ড।

চলতি মাসের ২১ ও ২২ তারিখ এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচের আগে ১৮ মার্চ জনপ্রিয় কন্ঠশিল্পী এ আর রহমানের অংশগ্রহনে অনুষ্ঠিত হবার কথা ছিল একটি কনসার্টও। সেটিও স্থগিত করা হয়েছে।করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন খেলাধুলা বন্ধ করে দেয়া হয়েছে। সারা বিশ্বের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছোবল বসিয়েছে এই ভাইরাসটি।

আজকের দুটি ইউরোপা লিগের খেলা স্থগিত করেছে উয়েফা। গ্রিক বাস্কেটবল দল চায় তাদের অ্যাওয়ে ম্যাচ বাতিল করতে। জার্মানির দুটি ক্লাব বলেছে তারা আসন্ন আন্তর্জাতিক বিরতিতে নিজ দলের খেলোয়াড়দের ছাড়পত্র দিতে রাজি নয়। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষনা করেছে মহিলাদের দলগত টুর্নামেন্ট ফেড কাপের চুড়ান্ত পর্ব। ১৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল এটি অনুষ্ঠিত হবার কথা ছিল।

জার্মানিতে আরবি লিপজিগ হচ্ছে শেষ দল, যারা নিজ মাঠে বুন্দেসলিগার ম্যাচ খেলতে যাচ্ছে সপ্তাহের শেষভাগে তবে ম্যাচটি রূদ্ধদ্বার স্টেডিয়ামে আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। ফ্রান্সে ৪ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বনাম লিও’র মধ্যকার লিগ কাপের ফাইনাল যেটি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে ক্লাব দুটি দর্শকবিহীন মাঠে অংশ নিবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে করোনা ভাইরাসের ছোবরি লিগের ম্যাচে।

১৮ এপ্রিল বাসকুই প্রতিদ্বন্দ্বি রিয়াল সোসিয়েদাঁদ বনাম অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যকার স্প্যানিশ কাপের ফাইনাল ম্যাচের সূচিরও পুনর্বিন্যাস করা হবে। এদিকে সব ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করেছে আর্জেন্টিনা। এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নভেম্বর পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলের রেস স্থগিত করেছে মোটোজিপি। ইতোমধ্যে বাতিল অথবা স্থগিত হয়েছে এলিট মোটর সাইক্লিং ক্যাটাগরির প্রথম চারটি রেস।

১৯ মার্চ ভারতে শুরু হবার কথা ছিল ইন্ডিয়ান ওপেন, ইউরোপীয় ট্যুর ও এশিয়ান ট্যুর, যার সবগুলোই বাতিল ঘোষণা করা হয়েছে বুধবার। স্পেনে বুধবার জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে টেনিস ফেডারেশন তাদের সব পর্যায়ের টুর্নামেন্টে দর্শক নিষিদ্ধ করেছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বন্ধ করে দিয়েছে শীর্ষ দুই বিভাগের সব পুরুষ ও মহিলা ফুটবল।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ হিসেবে স্থগিত হয়েছে আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির মধ্যকার লিগ ম্যাচ। লন্ডনের ক্লাবের চারজন স্টাফ সহ খেলোয়াড়রা নিজ বাসায় আইসোলেশনে থাকায় এই বিপত্তি ঘটেছে।
গ্রীক ক্লাব অলিম্পিয়াকোর মালিকের সংস্পর্শে গিয়ে ওই খেলোয়াড় ও চার স্টাফ নিজ গৃহেই আইসোলেটেড হয়েছে। অলিম্পিয়াকো ও নটিংহ্যাম ফরেস্টের মালিক ভাঞ্জেলিস ম্যারিনাকিসের দেহে মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। এমিরেটসে ম্যাচ শেষে ম্যারিনাকিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা।

হ্যানোভারে বুন্দেসলীগা - ২ এর ডিফেন্ডার টিমো হুয়েবার্স জার্মানির প্রথম কোন পেশাদার খেলোয়াড়, যিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আর কেউ যাতে এই ভাইরাসে আক্রান্ত না হয় সে জন্য সতীর্থদের সংস্পর্শ থেকে তাকে সরিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে তার ক্লাব।

এদিকে জ্বর ও গলা ব্যাথায় আক্রান্ত প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ফুটবল তারকা কিলিয়ান এমবাপের দেহে করোনার উপসর্গ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। উয়েফার ঘোষণায় বলা হয়েছে স্পেন ও ইতালী ভ্রমনে নিষিধাজ্ঞা থাকায় সেভিয়া বনাম রোমা ও ইন্টার মিলান বনাম গেটাফের মধ্যকার শেষ ষোলর ম্যাচ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে না। রোমা স্প্যানিশ কর্তৃপক্ষকে দল পরিবাহী বিমান অবতরণের অনুমতি চেয়েও প্রত্যাখ্যাত হয়েছে।

গেটাফের সভাপতি এ্যাঞ্জেল টরেস বলেছেন যে তার দল ইতালি ভ্রমনে যাবেনা। তিনি স্প্যানিশ রেডিওকে বলেন,‘এতে যদি পয়েন্ট খোয়াতে হয় তাতেও রাজি। করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়া স্থানে আমরা যেতে চাই না।’

অলিম্পিয়াকোস বাস্কেটবল দলের মিলান সফরে যা যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে গ্রীসের পাবলিক হেলথ প্রোটেকশন কমিশন। জবাবে ইউরোলীগ আরমানির বিপক্ষে ওই ম্যাচটি বার্লিনে রুদ্ধদ্বারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক ম্যাচ মানে হচ্ছে সীমানা পেরিয়ে যাওয়া। যেটির শুরুর কথা ২৩ থেকে ৩১ মার্চ। এ সময় ইউরো ২০২০ আসরে স্থান পাওয়ার জন্য প্লে অফ ম্যাচে অবতীর্ণ হবে ইউরোপের ১৬টি ফুটবল দল। তবে বুধবার উলফসবার্গের জেনারেল ম্যানেজার জর্জ শামদেকত বলেছেন, তার ক্লাব নিজ খেলোয়াড়দের জাতীয় দলে অংশগ্রহনের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।

এদিকে কেনিয়ার ফুটবল ফেডারেশন বুধবার জানিয়েছে যে এই মাসে ২০২১ আফ্রিকা নেশন্স কাপে ক্যামেরুনের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ স্থাগিত চায় তারা। জাপানের টোকিও অলিম্পিকের সভাপতি ইয়োসিরো মোরি বুধবার বলেছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আয়োজকরা উদ্বিগ্ন। তবে তিনি বলেছেন পুর্ব সুচি মোতাবেক এই বছরই গেমসটি তারা আয়োজন করবে।

ক্রিকেটে বল সুইং করানোর জন্য মুখের লাল ব্যবহার করেন বোলাররা। যেটি ভাইরাস সংক্রমনের জন্য খুবই ঝুঁকিপুর্ন। তাই দক্ষিন আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজ দলের খেলোয়াড়দের লালা ব্যাবহার না করার জন্য সতর্ক করে দিয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

করোনায় আক্রান্ত নারী বিশ্বকাপ ফাইনালের দর্শক

করোনায় আক্রান্ত নারী বিশ্বকাপ ফাইনালের দর্শক

বলে লালা লাগানো নিয়ে দ্বিধায় ভারত

বলে লালা লাগানো নিয়ে দ্বিধায় ভারত

কোয়ারেন্টাইনে রোনালদো

কোয়ারেন্টাইনে রোনালদো