অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাফুফে নির্বাচন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৭ মার্চ ২০২০
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাফুফে নির্বাচন

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। বাংলাদেশেও ক্রমান্বয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। দেশের এমন পরিস্থিতিতেও নিজেদের নির্বাচন নিয়ে অটল অবস্থানে ছিল বাফুফে। তবে দেরিতে হলেও তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২০ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাফুফের সাধারণ সভা ও নির্বাচন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য সাধারণ সভা ও নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (২৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি বাফুফে নিশ্চিত করেছেন। বলা হয়, ‘করোনাভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। এ ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউনের ঘোষণাও দিয়েছে। এমন সময় কোথাও কোনো গণজমায়েত না করার নির্দেশও জারি হয়েছে।

এ অবস্থায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাফুফের ২০২০ সালের নির্বাচন কংগ্রেস স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তের বিষয়টি ফিফা এবং এএফসির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ফিফা থেকে সম্মতি পেলেই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বাফুফের নির্বাহী কমিটি নির্বাচন স্থগিত করলেও এ ব্যাপারে ফিফা ও এএফসির অনুমোদন লাগে। কারণ, গঠণতন্ত্র অনুসারে ৩০ এপ্রিল শেষ হয়ে যাবে বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ। এর মধ্যেই নতুন নির্বাচন করা বাধ্যবাধকতা রয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা নির্বাচন পেছানোর জন্য ফিফাকে চিঠি লিখব। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত নির্বাচন করতে চাই না। এখন দেখি ফিফা থেকে কী উত্তর পাই। আশা করি আগামী সপ্তাহে আমরা এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে যাব।’


শেয়ার করুন :


আরও পড়ুন

৩৩ মাস কোমায় থাকা ডাচ ফুটবলারের জ্ঞান ফিরেছে

৩৩ মাস কোমায় থাকা ডাচ ফুটবলারের জ্ঞান ফিরেছে

মে’তে লিগ শুরু হলেও খেলতে চান না ইপিএলের ফুটবলাররা

মে’তে লিগ শুরু হলেও খেলতে চান না ইপিএলের ফুটবলাররা

না ফেরার দেশে ডন নাচো

না ফেরার দেশে ডন নাচো

ম্যানসিটির শাস্তি না কমাতে শীর্ষ আট ক্লাবের আপিল

ম্যানসিটির শাস্তি না কমাতে শীর্ষ আট ক্লাবের আপিল