পিকে-রামোসদের ৬ কোটি টাকার তহবিল গঠন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ৩১ মার্চ ২০২০
পিকে-রামোসদের ৬ কোটি টাকার তহবিল গঠন

পুরো বিশ্বই কাঁপছে প্রাণঘাতি ভাইরাসে। স্পেনও করোনাভাইরাসে সংক্রমণে পড়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের জন্য ৬ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন সার্জিও রামোস-জেরার্ড পিকে-সান্তি কাজোরলার মতো ফুটবল তারকারা।

দেশের অসহায় মানুষদের জন্য আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন স্প্যানিশ ফুটবল লিগের দুই প্রতিন্দ্বন্দি ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই খেলোয়াড় রামোস ও পিকে এবং আর্সেনালের মিডফিল্ডার কাজোরলা।

করোনার বিপক্ষে লড়াইয়ে তহবিল গঠনের জন্য এক ভার্চুয়াল মিউজিক ফেস্টিভেলে যোগ দেয় স্পেনের শীর্ষ ফুটবলাররা। সেখানে ‘লা লিগা ফেস্ট’ নামের তহবিলে আর্থিক সহায়তা দেন রামোস ও পিকে। তবে আইসোলেশনে থাকায় ভার্চুয়াল মিউজিক ফেস্টিভেলে যোগ দেননি রামোস-পিকে-কাজোরলা। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেদের দানের কথা নিশ্চিত করেছেন।

ভার্চুয়াল মিউজিক ফেস্টিভলে রাতেই ফুটবলার এবং স্পেনের কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা মিলে ৫ লাখ ৭০ হাজার পাউন্ডের (বাংলাদেশি টাকায় ৬ কোটি ৫১ লাখের বেশি) তহবিল গঠন করেন। এ অর্থ খরচ হবে করোনা আক্রান্তদের সাহায্য ও চিকিৎসা সেবার যন্ত্রপাতি কেনার জন্য।

স্পেনে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত ৯৪ হাজার ৪১৭ জন করোনাভাইরান আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে ১৯ হাজার ২৫৯ জন। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ২৬৯ জন।


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনার মাঝেও চলছে ফুটবল লিগ

করোনার মাঝেও চলছে ফুটবল লিগ

ফুটবল মৌসুমকে এখনো বাঁচানো যায় : উয়েফা

ফুটবল মৌসুমকে এখনো বাঁচানো যায় : উয়েফা

চাকরি হারালেন উরুগুয়ের কোচসহ ৪০০ জন

চাকরি হারালেন উরুগুয়ের কোচসহ ৪০০ জন

চার মাসের বেতন ছেড়ে দিল রোনালদো-দিবালারা

চার মাসের বেতন ছেড়ে দিল রোনালদো-দিবালারা