মেসি-রোনালদো নিয়ে পেলের পল্টিবাজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৬ এপ্রিল ২০২০
মেসি-রোনালদো নিয়ে পেলের পল্টিবাজি

মেসি নাকি রোনালদো, কে সেরা? এমন প্রশ্ন হারহামেশাই ঘুরপাক খায় ফুটবল মহলে। কারও কাছে মেসি সেরা আবার কারও কাছে রোনালদো। একমাস আগে রোনালদোকে সেরা হিসেবে আখ্যা দিলেও একমাস না পেরোতেই নিজের মত পাল্টালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিনি জানিয়েছেন, রোনালদো নয় মেসিই সেরা।

একমাস আগে রোনালদোকে সেরা মেনে পেলে বলেন, এখনকার সময়ে সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। আমি মনে করি সেই সেরা। কারণ সে অন্য সবার চেয়ে বেশি ধারাবাহিক। তবে মেসির কথাও বাদ দেয়া যায় না। কিন্তু সে স্ট্রাইকার নয়।

কিন্ত একমাস না পেরোতেই নিজের মত পাল্টালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। রোনালদো নয় বরং মেসিকে সেরা মানছেন তিনি। ইতালিয়ান গণমাধ্যম গেজেট্টা ডেল্লো স্পোর্টের সাথে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘মেসি একজন দক্ষ খেলোয়াড়। আপনি খেয়াল করে দেখুন, গোল করানো, পাস দেয়ার পাশাপাশি গোল করা, ড্রিবলিং সবকিছুতেই সে দুর্দান্ত’।

পেলে আরও যোগ করেন, ‘যদি আমরা এক দলের হয়ে খেলতাম প্রতিপক্ষ আমাদের দুজনকে নিয়েই দুশ্চিন্তায় পড়তো। তবে আজকের বিশ্বে মেসিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়’।

পেশাদার ক্যারিয়ারে প্রায় এক হাজার ম্যাচ থেকে ৭২৫ গোল করেছেন রোনালদো। অন্যদিকে ৮৫৬ ম্যাচ খেলা মেসি এখন পর্যন্ত করেছেন ৬৯৭ গোল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

করোনায় কোমায় চলে গেলেন ফরাসি লিগের ফুটবলার

করোনায় কোমায় চলে গেলেন ফরাসি লিগের ফুটবলার

করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান

করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান

চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল হলো ডাচ লিগ

চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল হলো ডাচ লিগ