মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৫ এপ্রিল ২০২০
মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১১ মার্চ নিজেদের দেশের সকল ফুটবল লিগ বন্ধ করে দিয়েছিল জার্মানি। অবশেষে আগামী ৯ মে জার্মানের বুন্দেসলিগাসহ অন্যান্য আসরও শুরুর পরিকল্পনা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সকল খেলাই হবে রুদ্ধদার স্টেডিয়ামে।

এজন্য এখন থেকেই নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনা সাজাচ্ছে ক্লাবগুলো। ম্যাচের আগের দিন খেলোয়াড়-কর্মকর্তা ও ম্যাচ আয়োজন ও সম্প্রচারের সাথে জড়িত সকলের পরীক্ষা করা হবে। এছাড়া প্রতি সপ্তাহে বিরতি দিয়ে সেই পরীক্ষা অব্যাহত থাকবে।

জার্মানিতে প্রতি সপ্তাহে ৮ লাখের বেশি মানুষের করোনার পরীক্ষা করা হয়। ফলে লিগের নয়টি ম্যাচ আয়োজন করার জন্য যে পরিমাণ বাড়তি পরীক্ষা করতে হবে সেটা দেশের স্বাস্থ্যখাতে চাপ সৃষ্টি করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন লিগ কর্মকর্তারা।

লিগ কমিটির এক কর্মকর্তা বলেন, ‘আমরা লিগ শুরু করতে যাচ্ছি। তবে সকল নিয়ম মেনেই সবকিছু করা হবে। লিগ শুরুর আগ থেকে সর্তকতার সাথে সবকিছু করা হবে।’

লিগে প্রতি দলের এখনও নয়টি করে ম্যাচ বাকি। ৩০ জুনের মধ্যে লিগ শেষ করার আশায় আছে জার্মান ফুটবল ফেডারেশন।

লিগ কমিটির ওই কর্মকর্তা বলেন, ‘লিগ শেষ করতে পারলে টিভি স্বত্ব থেকে আমরা বেশ কিছু অর্থ পাবো। যা আমাদের অনেক উপকারে আসবে। প্রাপ্ত অর্থ ছোট ক্লাবগুলোর জন্য সহায়তা করা হবে।’

করোনাভাইরাসে পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে জার্মানিতে। ধীরে ধীরে দেশটি স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে। তবে অক্টোবর পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ থাকবে দেশটিতে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় কোমায় চলে গেলেন ফরাসি লিগের ফুটবলার

করোনায় কোমায় চলে গেলেন ফরাসি লিগের ফুটবলার

করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান

করোনা মোকাবেলায় ফিফার ১৫০ মিলিয়ন ডলার অনুদান

চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল হলো ডাচ লিগ

চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল হলো ডাচ লিগ

মাঠে গড়াতে পারে লা লিগা

মাঠে গড়াতে পারে লা লিগা