ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে নারীদের প্রথম ফেডারেশন কাপ হ্যান্ডবল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৬ নভেম্বর ২০২০
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে নারীদের প্রথম ফেডারেশন কাপ হ্যান্ডবল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে নারীদের প্রথম ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট। দেশে প্রথমবারের মতো নারীদের এ হ্যান্ডবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ক্রীড়া বান্ধব দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, জামালপুর স্পোর্টস একাডেমি, তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা।

টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৬ লাখ ২৫ হাজার টাকা। তন্মধ্যে পৃষ্ঠপোষক ওয়াল্টন দিবে ৫ লাখ টাকা। বাকি অর্থ ফেডারেশনের তহবিল থেকে খরচ করা হবে। টুর্নামেন্ট উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সম্পাদক মো. সেলিম মিয়া বাবু এবং সহকারী সম্পাদক কামরুননাহার আজাদ উপস্থিত ছিলেন।

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শনিবার (২৮ নভেম্বর) মুখোমুখি হবে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ও জামালপুর স্পোর্টস একাডেমি। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেইলি সান সংবাদপত্রের সম্পাদক এনামুল হক চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সুপারব্র্যান্ডের স্বীকৃতি পেল ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন

সুপারব্র্যান্ডের স্বীকৃতি পেল ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভুত জাহাঙ্গীরের দুটি স্বর্ণ পদক জয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভুত জাহাঙ্গীরের দুটি স্বর্ণ পদক জয়

শুরু হচ্ছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস

শুরু হচ্ছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন