অষ্টম দিনে আরও ২০ উপজেলার খেলা শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮
অষ্টম দিনে আরও ২০ উপজেলার খেলা শুরু

ফাইল ফটো

সারাদেশে উৎসাহ উদ্দীপনায় চলছে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ আন্তঃইউনিয়ন পর্যায়ের খেলা। টুর্নামেন্ট শুরুর ৮ম দিন শনিবার নতুন করে শুরু হয়েছে আরও ২০টি উপজেলার খেলা। ফলে সারাদেশে একযোগে চলছে ২৫৪টি উপজেলার খেলা। দেশের মোট ৪৯২টি উপজেলায় মোট ৮৬ হাজার ৯০৪ জন কিশোর ফুটবলার অংশ নিচ্ছেন এ টুর্নামেন্টে।

ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় শনিবার এক দিনে অনুষ্ঠিত হয়েছে ৬টি ম্যাচ। কাজুলিয়া ইউনিয়নকে ৪-৩ গোলে হারিয়েছে মাঝগাট ইউনিয়ন। এ ছাড়া নিজ নিজ খেলায় জয় পেয়েছে শাহাপুর, জালালাবাদ, পাইকবান্দি, হরিদাসপুর এবং উরতী ইউনিয়ন।

ঢাকা জেলায় সাভার উপজেলায় ধামসোনা ইউনিয়নকে ৩-০ হারিয়েছে আশুলিয়া ইউনিয়ন। তবে টাইব্রেকারে মৎস্যনগর ইউনিয়নের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে কৈইলার ইউনিয়ন। টুঙ্গীপাড়া উপজেলায় কুশলীকে ৩-০ গোলে পরাজিত করেছে টুঙ্গীপাড়া পৌরসভা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঘিওর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে বালিখোরা ইউনিয়ন।

বড়টিয়া ইউনিয়নের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে বানিয়াজুরি ইউনিয়ন। বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শিকারপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করেছে গুঠিয়া ইউনিয়ন। বামরাইর ইউনিয়নের কাছে ১-০ গোলে হেরেছে হারতা ইউনিয়ন। এদিকে জল্লা ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে উজিরপুর পৌরসভা।

বরাকোঠা ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে সাতলা ইউনিয়ন। ভোলা জেলার সদর উপজেলায় ইলিশা ইউনিয়নকে ৫-০ গোলে হারিয়ছে ধোনিয়া ইউনিয়ন। দৌলতখান উপজেলায় ভাবানিপুর ইউনিয়ন ২-০ গোলে হারিয়েছে উত্তর জয়নগর ইউনিয়নকে।

এছাড়া চরফ্যাশন উপজেলায় হাজীগঞ্জ ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে রাসুরপুর ইউনিয়ন এবং নজরুল নগর ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে চরকমলি ইউনিয়ন।

প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যাগে সারাদেশে চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭। আসরের বাছাইকৃত সেরা ফুটবলারদের বিকেএসপি ভর্তির ব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের উদ্যাগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। কিশোরদের পাশাপাশি আগামী বছর থেকে একইভাবে কিশোরীদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

সেমিফাইনালে যেতে দুর্বার বাংলাদেশ

সেমিফাইনালে যেতে দুর্বার বাংলাদেশ

হাসপাতালে পাকিস্তানের ৮ ক্রিকেটার

হাসপাতালে পাকিস্তানের ৮ ক্রিকেটার

বাংলাদেশ শ্যুটারদের এশিয়ান গেমস শেষ

বাংলাদেশ শ্যুটারদের এশিয়ান গেমস শেষ