বাফুফের সভাপতি হিসেবে রুহুল আমিনকে চায় বিডিডিএফএ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮
বাফুফের সভাপতি হিসেবে রুহুল আমিনকে চায় বিডিডিএফএ

কক্সবাজারে একটি হোটেলে শনিবার নবগঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিডিডিএফ সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সারাদেশ থেকে আগত সংগঠকরা দেশে ফুটবলে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা অনুভব করে বিডিডিএফএ’র নেতৃত্বে অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী নির্বাচনে সমর্থন দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন। সভায় ৬০টি জেলা, পাঁচটি বিভাগ, বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থা, সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Football
সভায় আ জ ম নাসির উদ্দীন বলেন, ‘কাজী সালাহউদ্দীনকে বিগত নির্বাচনে জেলা ও বিভাগীয় ফুটবল সমর্থকরা সতস্ফুর্ত সমর্থন দিয়েছিলেন, কিন্তু তিনি সেই সমর্থনের সম্মান রাখেননি। জেলা ও বিভগীয় ফুটবল সংগঠকরা এমন এক ব্যক্তিকে চায় যিনি তৃণমূল সহ ও অন্যান্য পর্যায়েও হবেন নিবেদিত প্রাণ। এমন এক ব্যক্তির নামই তরফদার মো. রহুল আমিন। আমরা তাকে বাফুফের পরবর্তী নির্বাচনে সভাপতি হিসেব সমর্থন দেব।’

তরফদার মো. রহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘আমার হৃদয় জুড়ে রয়েছে ফুটবল। ফুটবলের পারিপার্শ্বিকতা আমাকে বেদনা দেয়, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল অথচ ফুটবল দিন দিন পিছিয়ে যাচ্ছে। এ অবস্থা মেনে নেয়া যায় না। আমার নিজের চাওয়া পাওয়ার কিছু নেই, শুধু ফুটবলের জন্য কাজ করতে চাই।’


শেয়ার করুন :


আরও পড়ুন

২৪ ইউরোর আয়োজক জার্মানি

২৪ ইউরোর আয়োজক জার্মানি

একই রাতে লা লিগায় অন্ধকারে রিয়াল-বার্সা

একই রাতে লা লিগায় অন্ধকারে রিয়াল-বার্সা

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে ময়মনসিংহ বিভাগের চাম্পিয়ন শেরপুর

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে ময়মনসিংহ বিভাগের চাম্পিয়ন শেরপুর