৮ বছর পর বরিশালে জাতীয় ক্রিকেট লিগ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৫৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৮
৮ বছর পর বরিশালে জাতীয় ক্রিকেট লিগ

বিভিন্ন দৈন্যদশা কাটিয়ে অবশেষে বরিশাল আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শুরু হলো ২০তম জাতীয় ক্রিকেট লিগের বরিশাল ভেন্যুর খেলা।

গত ১৫ অক্টোবর থেকে লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। গত সোমবার থেকে ৪ দিনের এ লিগে স্বাগতিক বরিশালের মুখোমুখি হয় রাজশাহীর। তবে বৃষ্টির কারণে আউট ফ্লিড ভিজা থাকায় ৪ দিনের খেলা ২ দিনে সমাপ্ত হয়।এ ছাড়া ১৮ অক্টোবর খেলায় স্বাগতিক বরিশাল রাজশাহীর মধ্যেকার খেলা টি ড্র হয়েছে।

প্রতি বছর অন্যান্য বিভাগে এ লিগ অনুষ্ঠিত হলেও বরিশালে কোন এক রহস্যজনক কারণে এ লিগ হত না। সর্বশেষ বরিশালে জাতীয় লিগ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডর পরিচালক আলমগীর খান আলোর লিগের দীর্ঘতার বিষয়ে জানান, তার এক প্রচেষ্টায় দীর্ঘ ৮ বছর পর এ লিগ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, আমি ক্রিকেট বোডের্র পরিচালক নির্বাচিত হবার পর থেকে বরিশালের ক্রিকেট এর জন্য কাজ করে যাচ্ছি । গত বছর এখানে অনুর্ধ্ব ১৪ ও ১৮ এবং বয়স ভিত্তিক স্কুল টুর্নামেন্টসহ জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। মাঠ সংস্কার করা হয়েছে। এ বছর আমার প্রচেষ্টায় ২০তম লিগের খেলা আনতে সক্ষম হয়েছি।

এক প্রশ্নের জবাব তিনি বলেন, বরিশালে ক্রিকেট পিচ আর্ন্তজাতিক মানের না হওয়ায় এখানে কোন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা সম্ভাব হচ্ছে না। অথচ বাংলাদেশের মধ্যে এ মাঠটি সবচেয়ে বড়। অথচ এখানে কোন আন্তর্জাতিক পর্যায়ের খেলা আনতে পারেনি। এটি সত্যি দুঃখজনক।

তবে তিনি পরিচালক থাকাকালিন সময়ের মধ্যে বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর মর্যাদা ও বরিশালবাসীকে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট উপহার দেয়ার আশা ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক : সাইয়েদ কাজল


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন মেয়েদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

চ্যাম্পিয়ন মেয়েদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নারী ফুটবলারদের ১০ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী

নারী ফুটবলারদের ১০ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী

দেশের ফুটবলের উন্নয়নে কাজ করবে সরকার

দেশের ফুটবলের উন্নয়নে কাজ করবে সরকার

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ