৯৬ ভাগ ভোট পেয়ে এমপি হলেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮
৯৬ ভাগ ভোট পেয়ে এমপি হলেন মাশরাফি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেসরকারিভাবে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ রোববার রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত কিংবদন্তী বাংলাদেশ ক্রিকেটার নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।

নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রে ২ লাখ ৮৪ হাজারের বেশি ভোট পড়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৪ গুণ বেশি ভোট পেয়েছেন মাশরাফি। শতাংশের হিসেবে মাশরাফি পেয়েছেন প্রদত্ত ভোটের প্রায় শতকরা ৯৬ ভাগ ভোট।

মালাফির এ বিজয়ে উল্লাসিত তার ভক্ত-সমর্থকরা। ফল ঘোষণা পর বিজয় মিছিল করেছে তার সমর্থকরা। মাশরাফির সমর্থক ও ভক্তসহ রোববার সন্ধ্যায় লোহাগড়ায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরাও।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্ত্রীকে নিয়ে প্রচারণায় জামাই মাশরাফি

স্ত্রীকে নিয়ে প্রচারণায় জামাই মাশরাফি

মাগুরায় ভোট দিয়েছেন সাকিব

মাগুরায় ভোট দিয়েছেন সাকিব

তিন বিভাগের সেরা মোমিনুল-মুশফিক-মাহমুদউল্লাহ

তিন বিভাগের সেরা মোমিনুল-মুশফিক-মাহমুদউল্লাহ

টেস্টে তাইজুল, ওয়ানডে-টি-২০তে মোস্তাফিজ

টেস্টে তাইজুল, ওয়ানডে-টি-২০তে মোস্তাফিজ