ভারতে ক্লাব থেকে নামিয়ে ফেলা হল ইমরান খানের ছবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
ভারতে ক্লাব থেকে নামিয়ে ফেলা হল ইমরান খানের ছবি

পুলওয়ামা আক্রমণের পর থেকে রীতিমতো ক্ষোভে জ্বলছে গোটা দেশ। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক অনেক আগে থেকেই ছিন্ন। আইপিএলও খেলতে আসার অনুমতি নেই পাকিস্তানের ক্রিকেটারদের। এ বার ব্রেবর্ন স্টেডিয়ামের দেওয়ালে লাগানো ইমরান খানের ছবিও নামিয়ে ফেলা হল।

গত বৃহস্পতিবার আতঙ্কবাদী হামলায় শহীদ হয়েছেন ৪০জন সিআরপিএফ জওয়ান। ভারতে সব থেকে ভয়ঙ্কর জঙ্গি হামলা এটা। পাকিস্তানের আতঙ্কবাদী গ্রুপ জৈশ-ই-মহম্মদ এই আক্রমণের দায় স্বীকার করে নিয়েছিল সঙ্গে সঙ্গেই।

সিসিআই-এর পুরো জায়গা জুড়ে, রেস্টুরেন্টে বিশ্বের সেরা সেরা ক্রিকেটারদের ছবি রয়েছে। তার মধ্যে রয়েছেন পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক ইমরান খানও। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি।

সিসিআই-এর প্রেসিডেন্ট প্রিমল উড়ানি পিটিআইকে বলেন, ‘‘সিসিআইতে বিশ্বের সেরা সেরা ক্রিকেটারদের ছবি দিয়ে আমরা তাদের শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু যা ঘটেছে তার বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ জানাতে চেয়েছি। সে কারনে ছবি ঢেকে ফেলা হয়েছে। কিন্তু তা সেখান থেকে সরিয়ে ফেলা হবে কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।''

অতীতে এই ব্রেবোর্ন স্টেডিয়ামে দু'বার খেলেছেন ইমরান খান। ১৯৮৭তে ফেস্টিভ্যাল গেমে ও ১৯৮৯ এ নেহরু কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যে ম্যাচ ইমরান খানের নেতৃত্বে জিতে নিয়েছিল পাকিস্তান।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির তীব্র নিন্দা, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চান গম্ভীর

কোহলির তীব্র নিন্দা, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চান গম্ভীর

১৫ ফেব্রুয়ারি আইসিসির 'সিঙ্গলস ডে'!

১৫ ফেব্রুয়ারি আইসিসির 'সিঙ্গলস ডে'!

মেসির সেই ক্ষুদে ভক্তকে খুঁজছে তালেবান (ভিডিও)

মেসির সেই ক্ষুদে ভক্তকে খুঁজছে তালেবান (ভিডিও)

দোলা’কে মিস করছেন রুবেল হোসেন

দোলা’কে মিস করছেন রুবেল হোসেন