নারী নাপিতের কাছে সেভ করলেন শচীন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৪ মে ২০১৯
নারী নাপিতের কাছে সেভ করলেন শচীন

‘নাপিত পুরুষের পেশা’ ভারতের দুই তরুণী প্রচলিত এই ধারণাকে ভেঙ্গে দিয়েছেন। উত্তর প্রদেশের বানওয়ারি তোলা গ্রামের দুই বোন নেহা ও জ্যোতি। তাদের বাবা একজন নাপিত, গ্রামের ছোট্ট একটি দোকানের আয় দিয়েই সংসার চলতো তাদের।

২০১৪ সালে বাবা অসুস্থ হয়ে পড়লে জীবন চালাতে নাপিতের কাজ শুরু করেন দুই বোন। তাদের আয়ে চলতে থাকে বাবার চিকিৎসা, পরিবারের ভরণপোষন ও তাদের লেখাপড়া।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকার একটি ছবি পোস্ট করেন। ছবিতে নেহা ও জ্যোতিকে গভীর মনযোগে চেয়ারে বসা শচীনের দাড়ি সেভ দেখা যায়।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবির নিচে শচীন লেখেন, “আপনারা হয়তো এটা জানেন না, আমি আগে কখনো অন্য কাউকে দিয়ে দাড়ি কাটিনি। আজ ওই রেকর্ড ভেঙ্গে গেল। #বারবারশপগার্লস দের সঙ্গে দেখা করতে পারা সত্যিই সম্মানের।”

শচীনের এই পোস্ট ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ১৯ ঘণ্টায় পোস্টে আট লাখ ২৫ হাজারের বেশি ‘লাইক’ পড়ে। শত শত মানুষ তাতে ‘কমেন্ট’ করেছেন।

যদিও নেহা ও জ্যোতির ইন্টারনেটে ঝড় তোলার ঘটনা এটাই প্রথম নয়।দুই বোনের জীবন অবলম্বনে ভারতে নির্মিত একটি বিজ্ঞাপন সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।ইউটিউবে বিজ্ঞাপনটি এক কোটি ৬০ লাখের বেশি বার দেখা হয়েছে বলে জানায় এনডিটিভি।

বিজ্ঞাপনের একটি লাইন: “যে ব্লেড দিয়ে দাড়ি কামানো হয় সেটি জানে না তার ব্যবহার একটি মেয়ে করছে, নাকি পুরুষ।” বিজ্ঞাপনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন বলে মত শচীনের।

তিনি বলেন, “যেখানে স্বপ্ন দেখায় বিভেদ নেই সেখানে আমরা কেন বিভেদ করি? “আশা করি আজকের অনেক শিশু নেহা, জ্যোতি ও তাদের গ্রামের অসাধারণ সাহস এবং প্রথা ভেঙ্গে সামনে অগ্রসর হওয়া দেখে অনুপ্রাণিত হবে।”

লেখাপড়া এবং পেশা জীবনের প্রয়োজন মেটাতে নেহা ও জ্যোতিকে বৃত্তিও প্রধান করেছেন শচীন।


শেয়ার করুন :


আরও পড়ুন

কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় মাশরাফিরা

কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় মাশরাফিরা

প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে রোববার শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ

আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে রোববার শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন যারা

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন যারা