লকডাউন ভেঙে সমালোচনার মুখে শোয়েব আখতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০
লকডাউন ভেঙে সমালোচনার মুখে শোয়েব আখতার

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের বেশিরভাগ দেশেই লকডাউন চলছে। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। আর লকডাউনে রাস্তায় সাইকেল চালিয়ে সমালোচনার মুখে পড়লেন পাকিস্তান স্পিডস্টার শোয়েব আখতার।

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজের ইউটিউবে ভিডিও দিয়ে দেশের মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন সময়ে বার্তা দিয়েছেন শোয়েব। অথচ লকডাউনের মধ্যে নিজেই নিয়ম ভঙ্গ করলেন তিনি। সেই নিয়ম ভঙ্গের ভিডিও নিজেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন শোয়েব।

ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন শোয়েব। জনশূন্য রাস্তায় একা একা সাইকেল চালাচ্ছেন তিনি। তার মুখে মাস্কও নেয়নি দেখা যায়নি। ভিডিওতে তিনি বলছেন, ‘আমার সুন্দর শহরে সাইকেল চালাচ্ছি। দারুণ আবহাওয়া। জন শূন্য রাস্তা। এটাই শরীরচর্চার জন্য সেরা।’

কিন্তু শোয়েবের এমন কাণ্ডে ক্ষেপেছেন পাকিস্তানের নাগরিকরা। ঐ ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘কিছুদিন আগেই মানুষকে সচেতন করতে অনেক বার্তা দিয়েছেন আপনি। আর এখন লকডাউনে আপনিই ঘরের বাইরে। এটি মোটেও উচিত হয়নি। আপনি একজন তারকা। আপনাকে দেখে অনেকেই শিখবে। তারাও যদি এভাবে বের হয়ে আসে, তা কি ঠিক হবে!’

শোয়েবকে ‘স্বার্থপর’ বলে একজন লিখেছেন, ‘আপনি সাধারণ মানুষকে সচেতন করছেন, আবার আপনিই বাড়ির বাইরে। লকডাউনের মতো এই ভয়াবহ পরিস্থিতিতে আপনি বেকুবের মতো কাজ করছেন। আবারো হাসিমুখে তা সবাইকে দেখাচ্ছেন।’



শেয়ার করুন :


আরও পড়ুন

দোয়া করি যেন এ মানুষগুলো ভালো থাকে : মাশরাফি

দোয়া করি যেন এ মানুষগুলো ভালো থাকে : মাশরাফি

করোনায় গৃহবন্দি ম্যালকমের বাসায় পুরস্কার নিয়ে ড্রোন

করোনায় গৃহবন্দি ম্যালকমের বাসায় পুরস্কার নিয়ে ড্রোন

মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস মারা গেছেন

মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস মারা গেছেন

২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে বিসিবি

২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে বিসিবি