সুযোগ পেলে রাজনীতিতে যোগ দেব : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১১ মে ২০২০
সুযোগ পেলে রাজনীতিতে যোগ দেব : সাকিব

ফাইল ফটো

স্ত্রী-সন্তানদের নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। করোনার কারণে খেলা বন্ধ থাকলেও আরও আগে থেকে নিষেধাজ্ঞার কারণে খেলা থেকে দূরে রয়েছেন তিনি। সম্পতি যুক্তরাষ্ট্র থেকেই ডয়চে ভেলের এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বর্তমান অবস্থা, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নানা বিষয়ে কখা বলেছেন সাকিব।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সাকিব জানান, কখনো সুযোগ পেলে মাশরাফির মতো তিনিও রাজনীতিতে যোগ দেবেন। তবে সবকিছুই সময়ের উপর ছেড়ে দিতে চান তিনি।

বলেন, ‘সব আসলে সময়ের উপর ছেড়ে দিতে হবে। কাল কী হবে তা কেউ জানে না। তবে ভবিষ্যতে সুযোগ আসলে অবশ্যই ওয়েলকাম করবো। কিন্তু সুযোগ না আসলে কোনো আফসোস থাকবে না।’

২০১৯ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন কি-না এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। সাকিব বলেন, ‘কিছু জিনিস গোপন থাকাই ভালো। তাহলে মানুষের আমাকে নিয়ে আগ্রহ থাকবে।’

খেলায় ফেরা এবং অধিনায়কত্বের বিষয়ে সাকিব বলেন, ‘আগে খেলায় ফিরতে চাই, বাকিটা পরে৷ যেখান থেকে আমার খেলাটা বন্ধ হয়েছে আমি ঠিক সেখান থেকে আবার শুরু করতে চাই। আমার কাছে এটাই এখন একমাত্র চ্যালেঞ্জ৷ খেলায় ফেরাটা আমার কাছে সবচেয়ে জরুরি৷’

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে রয়েছেন সাকিব। সেখানে গত ২৪ এপ্রিল সাকিবের দ্বিতীয় কন্যার জন্ম হয়েছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পারি জমাবেন কি-না -এমন প্রশ্নে সরাসরি নাকচ করে দেন সাকিব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় কন্যাকে দেখিয়ে দোয়া চাইলেন সাকিব-শিশির

দ্বিতীয় কন্যাকে দেখিয়ে দোয়া চাইলেন সাকিব-শিশির

কলকাতার সর্বকালের সেরা দলে সাকিব

কলকাতার সর্বকালের সেরা দলে সাকিব

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট