মুশফিকের ব্যাট কিনেছেন শহীদ আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৫ মে ২০২০
মুশফিকের ব্যাট কিনেছেন শহীদ আফ্রিদি

করোনাভাইরাসের কারণে অসহায়দের সাহাযার্থে নিজের অভিষেক ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পাঁচ দিনের নিলাম শেষে ১৭ লাখ টাকায় পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি মুশফিকের সেই ঐতিহাসিক ব্যাটটি কিনে নিয়েছেন।

দীর্ঘদিন ধরে নিলামের আলোচনা চললেও শনিবার (৯ মে) রাত ১০ টায় নিলামে তোলা হয় মুশফিকের শ্রীলঙ্কার বিপক্ষে করা অভিষেক ডাবল সেঞ্চুরি ব্যাট। নিলামে তোলার পর থেকেই পিকাবোর ওয়েবসাইটে শুরু হয় দর হাঁকানো। টানা ৫ দিন চলে এ ব্যাটের নিলাম।

দীর্ঘ ৫ দিনের নিলাম শেষে ১৭ লাখ টাকায় ব্যাটটি কিনে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আফ্রিদি তার ফাউন্ডেশনের তরফ থেকে এ ব্যাটটি কিনে নিয়েছেন। পুরো ১৭ লাখ টাকাই ব্যয় হবে অসহায়দের জন্য।

স্পোর্টস ফর লাইফ নামক ফেসবুক পেজে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আয়োজকরা। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এর আগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। যা রাজ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী ২০ লাখ টাকায় কিনে নিয়েছেন। এছাড়া রোববার (১০ মে) বাংলাদেশের ১৫ জনেরও বেশি ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। যা মাসুদ নামের এক অস্ট্রেলিয়া প্রবাসী ৩ লাখ টাকায় কিনে নিয়েছেন।

সাকিব ছাড়াও সৌম্যর অভিষেক সেঞ্চুরির ব্যাট নিলামে ৪ লাখ টাকায় এবং তাসকিনের অভিষেক হ্যাটট্রিক বলটি সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। নিলামের এসব অর্থ অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমের লাইভ আড্ডায় এবার ‘ট্রিপল ট্রিট’

তামিমের লাইভ আড্ডায় এবার ‘ট্রিপল ট্রিট’

টটেনহ্যাম তারকা ডেলে আলীর বাড়িতে ডাকাতি

টটেনহ্যাম তারকা ডেলে আলীর বাড়িতে ডাকাতি

হিন্দু মন্দিরেও আফ্রিদির ত্রাণ সামগ্রী

হিন্দু মন্দিরেও আফ্রিদির ত্রাণ সামগ্রী

অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক