অসচ্ছ্বল ক্রিকেটারদের পাশে কোয়াব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৬ মে ২০২০
অসচ্ছ্বল ক্রিকেটারদের পাশে কোয়াব

করোনাভাইরাসের কারণে এবার অসহায়দের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অসচ্ছ্বল ক্রিকেটারদের পরিবারের আর্থিক সহায়তার কথা জানিয়েছে দেশের ক্রিকেটারদের ভালো-মন্দ দেখভালের একমাত্র সংগঠন কোয়াব।

অসচ্ছ্বল ক্রিকেটার ছাড়াও রাজধানীর ৬শ’ দরিদ্র-অসহায় পরিবারের মাঝে কোয়াব খাদ্য সামগ্রী বিতরণ করবে।কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

রোববার (১৭ মে) দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ‘করোনা সঙ্কটে কোয়োবের প্রচেষ্টা’ শিরোনামে রাজধানীর ৬শ’ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবে কোয়াব।

এছাড়া দেশব্যাপী সাবেক, বর্তমান ক্রিকেটার ও ক্রিকেটারদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা দেবে সংগঠনটি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

রুবেল হোসেনের পক্ষ থেকে ‘ঈদ উপহার’

রুবেল হোসেনের পক্ষ থেকে ‘ঈদ উপহার’

মুশফিকের ব্যাট কিনেছেন শহীদ আফ্রিদি

মুশফিকের ব্যাট কিনেছেন শহীদ আফ্রিদি

১৬শ ক্রিকেটারকে এককালীন আর্থিক সহায়তা দেবে বিসিবি

১৬শ ক্রিকেটারকে এককালীন আর্থিক সহায়তা দেবে বিসিবি

ফুটবলেও চুমু দেওয়া নিষেধ

ফুটবলেও চুমু দেওয়া নিষেধ