সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ ওসাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১
সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককের সেমিফাইনালে মুখোমুখি হবেন তৃতীয় বাছাই জাপানের নাওমি ওসাকা ও দশম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ওসাকা জানিয়েছেন, সেরেনার বিপক্ষে জিততে হলে, তাকে সেরাটা দিয়েেই খেলতে হবে।

মঙ্গলবার কোয়ার্র্টারফাইনালে ওসাকা সরাসরি সেটে হারিয়েছেন অবাছাই তাইওয়ানের হেসি সু-ওয়েইকে। অন্য কোয়ার্টার ফাইনালে চমক দেখেছে টেনিস বিশ্ব। দ্বিতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে সেমির টিকিট পান সেরেনা।

২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম শিরোপা জয় করা ওসাকা ৬-২ ও ৬-২ গেমে হারান সু-ওয়েইকে। সেমিতে উঠে ওসাকা বলেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখতে পেরে ভালো লাগছে। তবে পরের ম্যাচে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেরেনার বিপক্ষে জিততে হলে, সেরাটা দিতে হবে আমাকে।’

২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ড স্পর্শ করার পথেই আছেন সেরেনা। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নারী এককে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেই সেই স্বপ্ন পূরণ হবে সেরেনার।

২০১৭ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার ওপেনার শিরোপা জয় করা সেরেনা এবার ৬-৩ ও ৬-৩ গেমে হালেপকে হারান। ৪০তমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন সেরেনা।

অস্ট্রেলিয়ান ওপেনের গত আসরের সেমিফাইনালিস্ট ছিলেন হালেপ। হালেপকে হারানোর পর সেরেনা বলেন, ‘এই টুর্নামেন্টে আমার খেলা এটাই সেরা ম্যাচ। বিশ্বের দ্বিতীয় বাছাইকে হারানোটা বড় প্রাপ্তি। আমি ভালো খেলেছি, তাই জিতেছি। সেমিতে উঠতে পেরে আমার অনুভূতি রোমাঞ্চকর।’

এদিকে পুরুষ এককে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেক গ্র্যান্ড স্ল্যামেই সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছেন অবাছাই রাশিয়ার আসলান কারাতসেভ। শেষ আটে ১৮তম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-২, ৪-৬, ১-৬, ২-৬ গেমে হারান তিনি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী সোফিয়া কেনিন

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী সোফিয়া কেনিন

চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনের চোখে জল

চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনের চোখে জল

সেরেনা-ওসাকার উড়ন্ত সূচনা

সেরেনা-ওসাকার উড়ন্ত সূচনা

অস্ট্রেলিয়ান ওপেনে দীর্ঘ হচ্ছে ইনজুরির তালিকা

অস্ট্রেলিয়ান ওপেনে দীর্ঘ হচ্ছে ইনজুরির তালিকা