আটকের একদিন পরই মুক্ত সিজিকোভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৬ জুন ২০২১
আটকের একদিন পরই মুক্ত সিজিকোভা

অবশেষে গ্রেপ্তারের একদিন পরই পুলিশের কাস্টোডি থেকে মুক্তি পেলেন রাশিয়ান টেনিস খেলোয়াড় ইয়ানা সিজিকোভা। ম্যাচ ফিক্সিয়ের অভিযোগে তিনি আটক হয়েছিলেন। তবে, ছাড়া পেলেও তার বিরুদ্ধে তদন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ।

অক্টোবর থেকেই রাশিয়ান টেনিস খেলোয়াড় ইয়ানা সিজিকোভার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে শুধু সিজিকোভাই নয়, আরও একাধিক খেলোয়াড়ের বিরুদ্ধেই এ নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

মূলত টুর্নামেন্টের প্রথম রাউন্ডে রোমানিয়ার আন্দ্রিয়া মিতু ও প্যাট্রিসিয়া মারিয়া টিগিন জুটির কাছে সিজিকোভা ও তার মার্কিন পার্টনার ম্যাডিসন ব্রেঙ্গল হারের পরপরই তদন্তের ঘোষণা আসে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের জন্য কারাবরণ করতে হবে সিজিকোভাকে। একই সাথে জরিমান দিতে হবে পাঁচ লাখ ইউরো। ধারণা করা হচ্ছে, সিজিকোভা সংঘবদ্ধ প্রতারক দলের সদস্য। এ অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের জেলের সঙ্গে তিন লাখ ইউরো জরিমানা হবে তার। এ রুশ টেনিস খেলোয়াড়ের আইনজীবী ফ্রেডেরিক বেলো জানান এমনটা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিক্সিং কেলেঙ্কারিতে আটক রাশিয়ান টেনিস তারকা

ফিক্সিং কেলেঙ্কারিতে আটক রাশিয়ান টেনিস তারকা

ফরাসি ওপেনে নাদালের শুভ সূচনা

ফরাসি ওপেনে নাদালের শুভ সূচনা

গণমাধ্যম বিতর্ক : ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না নাওমি ওসাকা

গণমাধ্যম বিতর্ক : ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না নাওমি ওসাকা

ফ্রেঞ্চ ওপেনে বহিষ্কৃত হওয়ার শঙ্কায় নাওমি ওসাকা

ফ্রেঞ্চ ওপেনে বহিষ্কৃত হওয়ার শঙ্কায় নাওমি ওসাকা