ইতিহাস গড়ে জকোভিচের ফ্রেঞ্চ ওপেন জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ এএম, ১৫ জুন ২০২১
ইতিহাস গড়ে জকোভিচের ফ্রেঞ্চ ওপেন জয়

পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রথম দুই সেট হেরে পিছিয়ে থাকা জকোভিচ পরের তিন সেট জিতে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন, একই সাথে গড়েন ইতিহাসও। গত ৫২ বছরে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লামই জিতেন অন্তত দুবার করে। 

রোলাঁ গারোয় রোববার পুরুষ এককের ফাইনালে শুরুটা দারুণ হয় সিতসিপাসের। প্রথম দুই সেটেই তিনি পরাজিত করেন জকোভিচকে। আর তাতে প্রথম বারের মতো গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ ছিল গ্রীক তারকার। তবে, শুরুর সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি তিনি।

বাকি তিন সেটে অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ান অভিজ্ঞ জকোভিচ। ৬-৭(৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে জিতে দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ শিরোপা নিজের করে নেন জকোভিচ।

এ শিরোপার মাধ্যমে নিজের গ্র‍্যান্ডস্লাম জয়ের সংখ্যাকে ১৯-এ উন্নীত করেন তিনি। তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল দুইজন। ২০টি করে শিরোপা জিতে জকোভিচের চেয়ে এগিয়ে আছে রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেনিসের নতুন রানী ক্রেইচিকোভা

টেনিসের নতুন রানী ক্রেইচিকোভা

নাদাল দুর্গে জোকোভিচের হানা

নাদাল দুর্গে জোকোভিচের হানা

আটকের একদিন পরই মুক্ত সিজিকোভা

আটকের একদিন পরই মুক্ত সিজিকোভা

ফিক্সিং কেলেঙ্কারিতে আটক রাশিয়ান টেনিস তারকা

ফিক্সিং কেলেঙ্কারিতে আটক রাশিয়ান টেনিস তারকা