অসহায়-দুস্থদের পাশে সানিয়া মির্জা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ৩১ মার্চ ২০২০
অসহায়-দুস্থদের পাশে সানিয়া মির্জা

ফাইল ছবি

করোনায় আক্রান্ত মানুষের পাশে ইতোমধ্যেই দাঁড়িয়েছেন বিভিন্ন ক্রীড়াবিদরা। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ১.২৫ কোটি রুপিতে ১ লাখ মানুষকে সাহায্য করছেন তিনি।

মাত্র ১ সপ্তাহের চেষ্টায় ১.২৫ কোটি রুপির ফান্ড তৈরি করতে সক্ষম হয়েছেন সানিয়া মির্জা। এ অর্থ দিয়ে প্রায় ১ লাখ মানুষকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক পোস্টে সানিয়া লিখেছেন, ‘গত সপ্তাহে একটা টিম হিসেবে আমরা গরীব মানুষদের সহযোগিতার চেষ্টা করেছিলাম। আমরা হাজার হাজার পরিবারকে খাদ্য দিয়েছি। এক সপ্তাহে ১.২৫ কোটি রুপি জমা করেছি। যা দিয়ে ১ লাখ মানুষকে সাহায্য করা যাবে। আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।’

সোমবার (৩০ মার্চ) সকাল পর্যন্ত ভারতে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০৭১ জন। মরণভাইরাস করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর্থিক সহযোগিতা কামনা করেছেন জনসাধারণের কাছ থেকে।

এর আগে শনিবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর আপদকালীন ফান্ডে ৫১ কোটি রুপি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়াও সংকটের সময় অনুদানের জন্য এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।


শেয়ার করুন :


আরও পড়ুন

অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন জাহানারা

অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন জাহানারা

টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঘোষণা

টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঘোষণা

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যতটা সহজ দেখাচ্ছে, তত সহজ নয় : কোহলি

যতটা সহজ দেখাচ্ছে, তত সহজ নয় : কোহলি