রাজশাহীতে আইটিএফ টেনিস টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:১১ পিএম, ০৭ অক্টোবর ২০২৫
রাজশাহীতে আইটিএফ টেনিস টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ

রাজশাহী টেনিস কমপ্লেক্সে আন্তর্জাতিক জুনিয়র (অনূর্ধ্ব-১৮) টেনিস টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে। প্রথম রাউন্ডে মোট ৩০টি ম্যাচ হয়েছে। প্রথম রাউন্ডে জয়ী খেলোয়াড়রা মঙ্গলবার দ্বিতীয় রাউন্ড খেলবে।

সোমবার সকাল ৮টা থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ জুনিয়র টেনিস টুর্নামেন্টে বাল-বালিকা একক, বালক-বালিকা দ্বৈত মিলে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

রাজশাহী টেনিস কমপ্লেক্সের ৮টি কোর্টে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ১ নম্বর কোর্টে অনুষ্ঠিত বালক এককের প্রথম ম্যাচে ভারতের গৌতম সামমুগাস সুন্দারাম সরাসরি ২-০ (৬-১ ও ৬-২) সেটে বাংলাদেশের মাহফুজ আল মেহদীকে পরাজিত করে। অস্ট্রোলিয়ার লাক্সাইয় বিধুরী সরাসরি ২-০ (৬-১ ও ৬-১) সেটে বাংলাদেশের শামীম হোসাইনকে পরাজিত করে।

৩নং কোর্টে বাংলাদেশের মাহাদ বিল মালিক সরাসরি ২-০ (৬-১ ও ৬-০) সেটে কোরিয়ার সিউনহু হাংকে পরাজিত করে। ভারতের নাভ রবি কোঠারী ২-১ (৭-৬ (৫), ৪-৬ ও ৬-৩) সেটে টপসিট থ্রি আমেরিকার আয়ার আরসি ত্রিমুক্তিকে পরাজিত করে।

থাইল্যান্ডের চানাপাত পিসুথারনাথ সরাসরি ২-০ (৬-০ ও ৬-১) সেটে বাংলাদেশের তানভিরকে পরাজিত করে। বাংলাদেশের সিয়াম সরাসরি ২-০ (৭-৬(৪) ও ৬-৩) সেটে কোরিয়ার ইয়ুন শাং চুকে পরাজিত করে।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস



শেয়ার করুন :