শহীদকে দলে নিল ঢাকা প্লাটুন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯
শহীদকে দলে নিল ঢাকা প্লাটুন

বঙ্গবন্ধু বিপিএলের জন্য ডান-হাতি পেসার মোহাম্মদ শহীদকে দলে নিল ঢাকা প্লাটুন। নিয়ম মেনেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ইতোমধ্যে দলে যোগ দিয়ে অনুশীলনও করেছেন তিনি।

শহীদকে দলে নেওয়ার বিষয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমাদের একটা জায়গা খালি ছিল। নিয়ম অনুযায়ী ১১ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। আসলে পুরো টুর্নামেন্টে একটা খেলোয়াড় না থাকলে সমস্যা। কোন খেলোয়াড় কখন ইনজুরিতে পড়ে, তখন সমস্যা হয়ে যাবে। আমাদের যেহেতু ওয়াহাব রিয়াজ চলে গেছে। পেস বোলার লাগবে এ কারণে শহীদকে নিয়ে আসা।’

এখন পর্যন্ত ৩৪টি ফ্র্যাঞ্চাইভিত্তিক টি-২০ ম্যাচ খেলেছেন শহীদ। উইকেট নিয়েছেন ৪১টি। জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট ও ১টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৩১ বছর বয়সী শহীদের। টেস্টে ৫ ও টি-২০তে ১টি উইকেট নিয়েছেন তিনি।

ঢাকা প্লাটুন দল
দেশি ক্রিকেটার : তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকের আলি ও মোহাম্মদ শহীদ।

বিদেশি ক্রিকেটার : থিসারা পেরেরা, ররি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস ক্রিস, শহীদ আফ্রিদি।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিদের টানা জয়ে সিলেটের তৃতীয় হার

মাশরাফিদের টানা জয়ে সিলেটের তৃতীয় হার

কুমিল্লাকে হারিয়ে জয়ের দেখা পেল ঢাকা

কুমিল্লাকে হারিয়ে জয়ের দেখা পেল ঢাকা

প্রথম ম্যাচের পরাজয়ে ভয় পাচ্ছেন না মাশরাফি

প্রথম ম্যাচের পরাজয়ে ভয় পাচ্ছেন না মাশরাফি

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল