স্বাগতিক সিলেটকে ১৪১ রানের লক্ষ্য দিল কুমিল্লা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০২ জানুয়ারি ২০২০
স্বাগতিক সিলেটকে ১৪১ রানের লক্ষ্য দিল কুমিল্লা

নিজেদের মাঠে পথ পেতে সিলেট থান্ডারের সামনে ১৪১ রানের লক্ষ্য দাঁড় করেছে কুমিল্লা ওয়ারিয়ার্স। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা। ফলে জয়ে জন্য স্বাগতিক সিলেটে সামনে এখন লক্ষ্য দাঁড়িয়েছে ১৪১ রান।

বঙ্গবন্ধু বিপিএলের এখন পর্যন্ত ৮ ম্যাচে অংশ নিয়ে মাত্র একটিতে জয় পেয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে সিলেট থান্ডার। নিজেদের মাঠে জয়ের ফেরার আশা করছে স্বাগতিক সিলেট। ঢাকা ছাড়া আগে এমনটাই জানিয়ে গেছে সিলেটের খোলোয়াড়রা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় সিলেট থান্ডার। ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন সিলেটের শ্রীলঙ্কার বাঁ-হাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।

দক্ষিণ আফ্রিকার ভ্যান জাইলকে নিয়ে ৪ ওভারে ৪২ রান যোগ করেন থারাঙ্গা। এর মধ্যে মাত্র ১০ রান অবদান রেখে এবাদত হোসেনের শিকার হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন জাইল।

এরপর এ ম্যাচে অধিনায়ক সৌম্য সরকারকে নিয়ে ইনিংসের ভিত গড়েন থারাঙ্গা। কিন্তু বড় জুটি গড়তে ব্যর্থ হন তারা। সিলেটের অফ-স্পিনার সোহাগ গাজীর ডাবল আঘাতে থারাঙ্গা ও সৌম্য ফিরেন। ৫ রান করে ফিরেন সৌম্য। আর ৯টি চারে ৩১ বলে ৪৫ রান করেন এবারের আসরে প্রথম খেলতে নামা থারাঙ্গা।

থারাঙ্গার পর সিলেটের দুই বোলার এবাদত-রাদারফোর্ডের তোপে কুমিল্লার হয়ে বড় ইনিংস খেলতে পারেননি পরের দিকের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানের সংগ্রহ পায় কুমিল্লা।

সাত নম্বরে নামা উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের ১৪ বলে অপরাজিত ১৯ রানের কল্যাণে সম্মানজনক স্কোর পায় কুমিল্লা। সিলেটের এবাদত-রাদারফোর্ড ৩টি করে ও গাজী ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ওয়ারিয়র্স : ১৪০/৯, ২০ ওভার (থারাঙ্গা ৪৫, অঙ্কন ১৯*, রাদারফোর্ড ৩/১৯)।


শেয়ার করুন :


আরও পড়ুন

কুমিল্লার কাছে ধরা খেল চট্টগ্রাম

কুমিল্লার কাছে ধরা খেল চট্টগ্রাম

সৌম্যর ব্যাটিং ঝড়েও জয় পেল না কুমিল্লা

সৌম্যর ব্যাটিং ঝড়েও জয় পেল না কুমিল্লা

সিলেটকে হারিয়ে রংপুরই হাসলো জয়ের হাসি

সিলেটকে হারিয়ে রংপুরই হাসলো জয়ের হাসি

‘নো-বল’ ঘটনায় সান্তোকিকে জিজ্ঞাসাবাদ

‘নো-বল’ ঘটনায় সান্তোকিকে জিজ্ঞাসাবাদ