আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৫ মে ২০২২
আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স

ছবি: আইপিএল

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান, ওভারের প্রথম তিন বলে টানা ছক্কা হাঁকালেন ডেবিট মিলার। বাকি তিন বলকে অপ্রয়োজনীয় বানিয়ে আইপিএলে নিজেদের প্রথম আসরেই ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার দল জয় তুলে নিয়েছে ৭ উইকেটে।

মঙ্গলবার (২৪ মে) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিয়নাক হার্দিক পান্ডিয়া। বিপরীতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস।

ব্যাট করতে নেমে শুরুতে যশস্বী জয়সবালকে (৩) হারালেও ধাক্কা সামলে দেন সঞ্জু স্যামসন এবং জস বাটলার। দুজনে মিলে গড়নে ৬৮ রানের জুটি। বড় রানের ভিত গড়ে দিয়ে স্যামসন ফিরেন ৪৭ রানে।

এরপর দেবদত্ত পাড়িক্কল ২৮ রান করে ফিরলেও বাকি রান তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জস বাটলার। ইডেন গার্ডেনে ব্যাটিং ঝড় দেখিয়েছেন তিনি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৫৬ বলে ৮৯ রানের ইনিংস। বাটলারের এ ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কার মার।

তিন ব্যাটার ছাড়া আরও কেউ দুই অংকে পৌঁছতে না পারলে প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৮৮ রান। ফাইনালে যেতে গুজরাট টাইটান্সের সামনে লক্ষ দাঁড়ায় ১৮৯ রান।

ব্যাট করতে নেমে দলীয় ১ রানে খালি হাতে ফিরেন ঋদ্ধিমান সাহা। শুরুতে ধাক্কা খেলেও মাঠের দর্শকদের নিরাশ করেনি দ্বিতীয় উইকেটের জুটি। ব্যাট হাতে দ্বিতীয় জুটিতে ৭২ রান যোগ করেন ম্যাথুওয়েড এবং শুভমন গিল। দু’জনেই সমান ৩৫ রান করে সাজঘরে ফিরেন।

ম্যাচ জিততে তখনও অনেকটাই দূরে ছিল গুজরাট। তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং ডেভিড মিলারের জুটিতে সব পাল্টে যায়। ৬১ বলে ১০৬ রানের জুটি গড়েন তারা। হার্দিক পন্ডিয়া ২৭ বলে ৪০ এবং মিলার করেন ৩৮ বলে ৬৮ রান। তাদের অপরাজিত জুটিই জয় তুলে নেয় গুজরাট। আর শেষ ওভারে মিলার দেখার টানা তিন ছক্কার ম্যাজিক।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দিল্লির হারে মধ্য রাতেই ব্যাঙ্গালুরু শিবিরে আনন্দের বন্যা

দিল্লির হারে মধ্য রাতেই ব্যাঙ্গালুরু শিবিরে আনন্দের বন্যা

নারী আইপিএলে একই দলে সালমা-সুপ্তা

নারী আইপিএলে একই দলে সালমা-সুপ্তা

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

ডি ভিলিয়ার্সকে আবারও ব্যাঙ্গালুরুতে চান কোহলি

ডি ভিলিয়ার্সকে আবারও ব্যাঙ্গালুরুতে চান কোহলি